পথের গাড়ি এবার আকাশে! বিশ্বের প্রথম Flying Car-এর অনুমোদন মার্কিন সরকারের
আলেফ অ্যারোনটিক্স দ্বারা তৈরি উড়ন্ত গাড়িটি অনুমোদন দিয়েছে মার্কিন সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ যেন ঠিক সাই-ফাই সিনেমা! যানজট উপেক্ষা করে গাড়ি উড়ছে আকাশে। না, এটা কোনও কল্পনা নয়, বিজ্ঞানের দৌলতে সেই কল্পকাহিনীও মার্কিন মুলুকেব হতে চলেছে বাস্তব।
আলেফ অ্যারোনটিক্স দ্বারা তৈরি উড়ন্ত গাড়িটি অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘মডেল এ’। US ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এই গাড়িটিকে ‘স্পেশাল এয়ারওয়ার্ডিনেস’ সার্টিফিকেশন দিয়েছে। এই প্রথম এই ধরনের গাড়ির অনুমোদন দেওয়া হয়েছে, তাই সিদ্ধান্তটিকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।
আলেফ অ্যারোনটিক্স কোম্পানির মতে, সরকার গাড়ির জন্য টেকঅফ এবং অবতরণের নিয়মগুলির পাশাপাশি eVTOL এবং স্থল পরিকাঠামোর মধ্যে মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণকারী নিয়মগুলি নিয়ে কাজ করছে৷ সংস্থা আরও জানিয়েছে, গাড়িগুলি ব্যবহার করলে যানজট যেমন এড়ানো যাবে, তেমনই সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকাটাই কমে যাবে।
গাড়িটি কেমন?
আপনি এই গাড়িটি রাস্তায় এবং বাতাসে উভয়ই চালাতে পারেন। গাড়িটি বৈদ্যুতিক। কোম্পানির দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি যেতে পারবে ৩২২ কিলোমিটার ও উড়ন্ত অবস্থায় যাবে ১৭৭ কিলোমিটার।
কিনতে কত খরচ হবে?
একটি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের মতে, এই গাড়ির (আলেফ মডেল এ) আনুমানিক দাম হতে পারে ৩,০০,০০০ ডলারের মতো। ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই কোটি টাকা। এই গাড়িতে ১-২ জন যাতায়াত করতে পারবে।
কোম্পানিটি অতিরিক্ত মডেল তৈরি করার পরিকল্পনা নিয়েছে, যেমন একটি চার-ব্যক্তি মডেল Z নামে সেডান, যা ২০৩৫ সালেআত্মপ্রকাশ করবে। যার প্রারম্ভিক মূল্য হতে পারে ৩,৫০,০০০ ডলার। মডেল Z-এর ফ্লাইং রেঞ্জ .৩০০মাইলের বেশি এবং ২০০ মাইলেরও বেশি ড্রাইভিং রেঞ্জ থাকবে বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা আলেফ অ্যারোনটিক্সের তরফে একটি বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যেই ৪৪০টি গাড়ির প্রি অর্ডার করা হয়েছে। তবে এই গাড়ির পরিষেবা শুরু হতে হতে ২০২৫ হবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।