বিশ্বের দ্রুততম ইন্টারনেট পরিষেবা মিলবে চীনে? থাকবে কত স্পিড?

অসম্ভবকে সম্ভব করতে চলেছে চীন?

November 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিশ্বের দ্রুততম ইন্টারনেট পরিষেবা মিলবে চীনে? থাকবে কত স্পিড?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসম্ভবকে সম্ভব করতে চলেছে চীন? চীনের এক সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের সবচেয়ে দ্রুততম ইন্টারনেট পরিষেবা উদ্ভাবন করেছে চীন। এক সেকেন্ডে মিলবে ১.২ টেরাবাইট ডেটা। বলা হচ্ছে, এক সেকেন্ডে অন্তত দেড়শোটি সিনেমা ডাউনলোড করা সম্ভব হবে এমন গতির ইন্টারনেট পরিষেবা মিলবে।

অসম্ভবকে সম্ভব করেছে সিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়েই টেকনোলজি এবং সার্নেট কর্পোরশেন, এই চার সংস্থা। জানা গিয়েছে, বেজিং থেকে শুরু করে উহান, গাংঝৌ হয়ে দেশের ৩ হাজার কিলোমিটার এলাকায় পৌঁছতে সক্ষম হবে ইন্টারনেট পরিষেবা। বিশ্বের অন্যান্য ইন্টারনেট পরিষেবা যতই দ্রুত হোক না কেন, সেকেন্ডে ১০০ গিগাবাইটের বেশি ডেটা সরবরাহ কেউই করতে পারে না। আমেরিকায় “ফিফথ জেনারেশন” ইন্টারনেট পরিষেবায় সেকেন্ডে ৪০০ গিগাবাইট ডেটা সরবরাহ করা হয়। কার্যত বলা চলে, চীনা মার্কিন প্রযুক্তিকে পিছনে ফেলে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen