চিরনিদ্রায় বিশ্বের দ্রুততম গোলের মালিক গেভিন স্টোকস
নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি, তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটে। সেখানেই স্কটিশ ফুটবলারের মৃত্যু হয়।
October 10, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন স্কটিশ ফুটবলার গেভিন স্টোকস (Gavin Stokes)। খেলা শুরুর মাত্র ২.১ সেকেন্ডের মাথায় গোল করে নজির করেছিলেন স্টোকাস। গাড়ি দুর্ঘটনায় (Acciden) ফুটবলারের মৃত্যু হয়েছে।
৮ অক্টোবর দুপুরে স্কটল্যান্ডের গ্লাসগোতে (glasgow) স্টোকাসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি, তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটে। সেখানেই স্কটিশ ফুটবলারের মৃত্যু হয়। মা, বাবা, স্ত্রী, ভাই, বোন, ছেলে এবং ভাইঝি রয়েছে তাঁর পরিবারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টোকাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যায়। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেখানেই প্রাণ হারান স্টোকস।