WPL2023: একনজরে দেখে নিন মহিলাদের আইপিএল-এর নিলামে কার দাম কত উঠল

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মাথাপিছু খরচ করতে পারবে ১২ কোটি টাকা।

February 13, 2023 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর প্রথমবারের জন্য বসতে চলেছে মহিলাদের আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর আসর। এত দিন আইপিএলের নিলাম নিয়ে উন্মাদনা থাকত। এবার সেই উন্মাদনা দেখা যাচ্ছে মহিলাদের ক্রিকেট নিয়েও। সোমবার মুম্বইয়ে স্মৃতি-হরমনপ্রীতের মতো তারকাদের কোটি কোটি টাকায় কিনে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের নিলামে মোট ৪৪৮ ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মাথাপিছু খরচ করতে পারবে ১২ কোটি টাকা।

দেখে নিন নিলামের তালিকা:

স্মৃতি মন্ধানাকে কিনল আরসিবি ৩.৪ কোটি টাকায়
ন্যাট স্কিভারকে কিনল ইউপি ওয়ারিয়র্স ৩.২ কোটিতে
অ্যাশলি গার্ডনারকে কিনল গুজরাত জায়ান্টস ৩.২ কোটিতে
রেনুকা সিংকে আরসিবি কিনল ১.৫ কোটিতে
দীপ্তি শর্মাকে ইউপি ওয়ারিয়র্স কিনল ২.৬ কোটিতে
হার্মানপ্রীত কৌরকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনল ১.৬ কোটিতে
সোফি ডেভিনকে আরসিবি কিনল ৫০ লাখে
এলিস পেরিকে আরসিবি কিনল ১.৭ কোটিতে
সোফি একেলস্টনকে ইউপি ওয়ারিয়র্স কিনল ১.৮ কোটিতে
বেথ মুনিকে কিনল গুজরাত জায়ান্টস ২ কোটিতে
তাহলিয়া ম্যাগ্রাকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স ১.৪ কোটিতে
জেমাইমা রডরিগেজকে কিনল দিল্লি ক্যাপিটালস ২.২ কোটিতে
শেফালী ভার্মাকে কিনল দিল্লি ক্যাপিটালস ২ কোটিতে
পূজা ভাস্ত্রাকারকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স ১.৯ কোটিতে
রিচা ঘোষকে কিনল আরসিবি ১.৯ কোটিতে
ইয়াস্তিকা ভাটিয়াকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স ১.৫ কোটিতে
হারলিন দেওলকে কিনল গুজরাত জায়ান্টস ৪০ লাখে
শাবনিম ইসমাইলকে কিনল ইউপি ওয়ারিয়র্স ১ কোটিতে
অ্যামেলিয়া কেরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স ১ কোটিতে
সোফিয়া ডাঙ্কলি কে কিনল গুজরাত জায়ান্টস ৬০ লাখে
মেগ ল্যানিংকে কিনল দিল্লি ক্যাপিটালস ৫০ লাখে
আনাবেল সাদারল্যান্ডকে কিনল গুজরাত জায়ান্টস ৭০ লাখে
ডিয়ান্দ্রা ডটিন কে কিনল গুজরাত জায়ান্টস ৬০ লাখে
এলিসা হিলিকে কিনল ইউপি ওয়ারিয়র্স ৭০ লাখে
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen