বাংলার রঞ্জি টিম ছাড়ার পর এবার KKR এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ঋদ্ধি

কলকাতার দলে বাঙালি ব্রাত্য থাকায় সমালোচিত হয়েছে KKR; এবার দলের বিরুদ্ধে ক্ষোভ ঋদ্ধির।

June 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঋদ্ধিমান সাহা, ফাইল চিত্র

কিছুদিন আগেই তিনি ছেড়েছেন বাংলার রঞ্জি দল। রীতিমত বিতর্ক সৃষ্টি হয় তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে। এবার কলকাতার IPL দল KKR এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। তিনি বলেন, ‘হয়তো ওঁরা (কেকেআরের লোকজন) বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে।’

২০২২ র আইপিএল মরশুমে KKR দলে কোনও বাঙালি খেলোয়াড় ছিল না। এদিকে, অন্য অথচ ফ্র্যাঞ্চাইজির হয়ে স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শাহবাজ আহমেদরা। কলকাতার দলে বাঙালি ব্রাত্য থাকায় সমালোচিত হয়েছে KKR; এবার দলের বিরুদ্ধে ক্ষোভ ঋদ্ধির।

ঋদ্ধি বলেন, ‘আপনাদের দেখতে হবে যে বাংলা খেলোয়াড়দের উপর কেকেআরের স্কাউট এবং ম্যানেজমেন্টের যথেষ্ট ভরসা আছে কিনা। হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে।’

প্রসঙ্গত, এই বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও। তিনি বলেন, ‘আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই। আমি এই বিষয়টা তুলে ধরব। ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযু্ক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen