#WTTTUnis মহিলা ডবলস চ্যাম্পিয়ন হলেন ভারতের সুতীর্থা এবং ঐহিকা
তাঁরা জাপানের মিয়ু কিহারা এবং মিওয়া হরিমোটো-কে পরাজিত করেছেন
June 25, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের মুকুটে উঠে এল প্রথম WTT শিরোপা। রবিবার তিউনিসে #WTTTUnis মহিলা ডবলস চ্যাম্পিয়ন হলেন ভারতের সুতীর্থা মুখার্জি এবং ঐহিকা মুখার্জি। তাঁরা জাপানের মিয়ু কিহারা এবং মিওয়া হরিমোটো-কে পরাজিত করেছেন।
ভারতীয় জুটি জাপানি জুটিকে ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১ গেমে ১ ঘন্টা ৩০মিনিটে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রসঙ্গত, এর আগে এই ভারতীয় জুটি দক্ষিণ কোরিয়ার শিন ইউবিন এবং জিওন জিহির জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল।