Air Purifier ধনীদের ফ্যাশন, বিষিয়ে ওঠা দিল্লিতে দূষণ থেকে বাঁচতে পর্দা লাগানোর নিদান যোগগুরু রামদেবের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: দূষণে বিষিয়ে উঠেছে দিল্লির বাতাস। বাতাসের গুণগত মানের সূচকে (AQI) দিল্লির পরিস্থিতি অত্যন্ত খারাপ। কোনওভাবেই তাতে লাগাম টানতে পারছে না কেন্দ্র ও দিল্লি সরকার। দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের বাতাস বিষাক্ত হয়ে রয়েছে দীপাবলির আগে থেকেই। সংসদে যা নিয়ে সরকার পক্ষকে আক্রমণ করেছেন বিরোধীরা। কিন্তু মোদী সরকার বায়ু দূষণ নিয়ে আলোচনা করতে কোনও মতেই রাজি নয়। পরিসংখ্যান বলছে, শনিবারের পরিস্থিতি গত এক দশকে সবচেয়ে খারাপ। এই আবহে যোগগুরু রামদেব এক অভিনব নিদান দিয়েছেন। দূষণ থেকে বাঁচতে তিনি দিল্লিবাসীকে পর্দা ব্যবহার করার কথা বলেছেন। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক!
বায়ুদূষণ (Air Pollution) মোকাবিলায় যোগগুরু রামদেবের পরামর্শ, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ঘরের পর্দা নাকি দূষণ রুখতে পারবে। তাঁর মতে, পর্দা নাকি বাতাসের দূষণের প্রভাব ঠেকাতে পারে। এয়ার পিউরিফায়ারের কোনও দরকার নেই! রামদেবের মতে এয়ার পিউরিফায়ার নাকি ‘আমিরোঁ কা চোঁচলা’, তরজমা করলে দাঁড়ায় ধনীদের শখ।
শনিবার টিভি চ্যানেলের এক বিশেষ অনুষ্ঠানে রামদেব রোগ নিরাময়ের ক্ষেত্রে যোগব্যায়ামের প্রয়োজনীয়তার কথা বলেন। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, এত দূষণে বাইরে ব্যায়াম করবেন কীভাবে? উত্তরে রামদেব বলেন, “দেশ এগোলে একটু ধুলো উড়বেই।” দিল্লির দূষণ নিয়ে তিনি বলেন, “দিল্লি (Delhi) মাঝে মাঝে গ্যাস চেম্বারের মতো হয়ে যায়।” এরপরই দিল্লিবাসীর উদ্দেশ্যে তাঁর নিদান ঘরে পর্দা টাঙান। ১৫–২০ দিন অন্তর মাস্ক পরে পর্দা ঝাড়ুন। বাড়ির ভিতর বসে শ্বাস নেওয়ার ব্যায়াম, বিশেষ করে কপালভাতি করার কথা বলেন তিনি। এয়ার পিউরিফায়ার নিয়ে রামদেবের মন্তব্য, এগুলো ধনীদের ফ্যাশন ছাড়া কিছু নয়।
উল্লেখ্য, বিগত দু’মাস যাবৎ রেখা গুপ্তর সরকার দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে পারছে না। রবিবার সকালে পরিস্থিতি আরও খারাপ হয়। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ সহ একাধিক এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৫০০-র কাছাকাছি পৌঁছে আজ সকালে। যা কার্যত ভয়াবহ।