যোগী রাজ্যে বাড়ছে দারিদ্র ! স্থান তৃতীয়, বলছে নীতি আয়োগের রিপোর্ট

কোন রাজ্যে কতটা গরিব সেটাও নানা দিক থেকে বিচার করা হয়েছে বিশেষ এই সমীক্ষায়।

November 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এই প্রথম প্রকাশিত হয়েছে । কোন রাজ্যে কতটা গরিব সেটাও নানা দিক থেকে বিচার করা হয়েছে বিশেষ এই সমীক্ষায়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । নীতি আয়োগ জানিয়েছে, দেশের মধ্যে দরিদ্রতম রাজ্য হিসেবে রয়েছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ

নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী বিহারে মোট জনসংখ্যার ৫১.৯১ শতাংশ, ঝাড়খণ্ডে ৪২.১৬ শতাংশ, এবং উত্তর প্রদেশে ৩৭.৭৯ শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করছেন। বিজেপি – শাসিত মধ্যপ্রদেশ রয়েছে চতুর্থ স্থানে। সেখানে মোট জনসংখ্যার ৩৬.৬৫ শতাংশ গরিব।

সূচকে বিহারের অবস্থা অন্য রাজ্যগুলির থেকে বেশ করুণ হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে জানানো হয়েছে, জনসংখ্যার একটা বড় অংশ মাতৃত্বকালীন স্বাস্থ্য থেকে বঞ্চিত। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে স্কুলে যায়নি পড়ুয়ারা। ফলের রান্না করে মিড-ডে-মিল পাইনি পড়ুয়ারা। এছাড়া রান্নার জন্য জ্বালানি এবং বিদ্যুতের অভাবের বড় কারণ বলে জানানো হয়েছে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পলিসি তৈরির ক্ষেত্রে এই ইনডেক্স অত্যন্ত কার্যকরী। কেউ যাতে পিছিয়ে না পড়ে, সেটাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen