অযোধ্যায় এক ডজন মন্দির ভাঙছে যোগী সরকার

ইতিমধ্যে ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দির ভাঙা পড়েছে।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

জোরকদমে রাম মন্দির নির্মাণের কাজ চলছে। আর তাই রাম মন্দিরের পরিসরে থাকা জরাজীর্ণ ধ্বংসস্তুপগুলিকে ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দির ভাঙা পড়েছে।

সীতা রসোই ছাড়াও আননদ ভবন, কোহবর ভবন, সাক্ষী গোপালসহ েক ডজন মন্দির রয়েছে ওই চত্বরে। ইতিমধ্যে রাম মন্দির নির্মাণের টেন্ডার পাওয়া সংস্থা জেসিবি নিয়ে হাজির হয়েছে সেখানে।

শ্রীরামজন্মভূমি ট্রাস্ট আগেই জানিয়েছিল, রাম মন্দির চত্বরে এক ডজন পুরনো মন্দির রয়েছে। সেগুলিকে ভাঙার কাজ শুরু হবে। সেইমতো সীতা রসোই মন্দির ভেঙে পরিসর সাফাইয়ের কাজ শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen