‘বাংলার কষ্টের কারণ আপনিই’, কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে মোদীকে তীব্র আক্রমণ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। সম্প্রতি প্রধানমন্ত্রী বা বিজেপি (BJP) নেতৃত্বের তরফ থেকে ‘বাংলা ভুগছে’ (Bengal is suffering)- এমন মন্তব্যের পাল্টা জবাবে X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের স্পষ্ট দাবি, বাংলা যদি ভুগে থাকে, তবে তার একমাত্র কারণ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা।
তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ‘মিস্টার মন-কি-বাত প্রাইম মিনিস্টার’ (Mr. Mann-Ki-Baat Prime Minister) বলে সম্বোধন করে একাধিক অভিযোগ সামনে এনেছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে জিএসটি (GST) এবং প্রত্যক্ষ কর বাবদ কেন্দ্র প্রায় ৬.৫ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। অথচ, রাজ্যের হকের প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। আর্থিক অবরোধের এই অভিযোগকেই বাংলার কষ্টের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তৃণমূল।
পোস্টে আরও অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ঐতিহ্যবাহী আইকনদের ক্রমাগত অপমান করে চলেছে। পাশাপাশি, সাধারণ মানুষের নাগরিকত্ব ও ভাষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দল। তৃণমূলের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে অনেক মানুষকে ‘বাংলাদেশি’ (Bangladeshi) তকমা দেওয়া হচ্ছে, তাঁদের আটক করা হচ্ছে এবং বেআইনিভাবে বিতাড়িত করার চক্রান্ত চলছে।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও মোদী সরকারকে (Modi Govt) বিঁধতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাদের দাবি, টাকার জোর এবং পেশিশক্তির অপব্যবহার করে, কেন্দ্রীয় এজেন্সি ও সংবাদমাধ্যমের একাংশকে (যাদের পোস্টে ‘গদি মিডিয়া’ বলা হয়েছে) কাজে লাগিয়ে ইচ্ছাকৃতভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
তবে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বাংলার আতিথেয়তার কথাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল। পরিসংখ্যানে জোর দিয়ে বলা হয়েছে, গত বছর বিদেশি পর্যটক আগমনের নিরিখে পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। প্রধানমন্ত্রীকে রাজ্যে স্বাগত জানিয়েও তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে যে, বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন।
পোস্টের শেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তৃণমূলের সাফ বার্তা, “ভুল করবেন না। অতীতের প্রতিটি নির্বাচনের মতোই ২০২৬ সালেও বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে।”
You’re right, Mr. Mann-Ki-Baat Prime Minister. Bengal is suffering. But Bengal is suffering because of you.
👉 Because your Govt. is withholding our rightful dues of nearly ₹2 lakh crore, despite collecting over ₹6.5 lakh crore in GST and direct taxes between 2017-18 and… https://t.co/h6uSchEFD3 pic.twitter.com/TqFDDslvq9
— All India Trinamool Congress (@AITCofficial) December 19, 2025