নিউটনবাসীদের জন্য সুখবর, এক মোবাইলের অ্যাপেই পাবেন যাবতীয় পরিষেবার খোঁজ

নিউটাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার ফোরামের যুগ্ম আহ্বায়ক সমীর গুপ্ত জানিয়েছেন, বাসিন্দারা ঘরে বসে অতি সহজেই তাঁদের প্রয়োজনীয় খবর পেতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

November 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউটাউনের বাসিন্দাদের সুযোগ-সুবিধার পথ আর‌ও প্রশস্ত হল, বলা যেতে পারে আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠলো। তাঁদের জন্য তৈরি হল সিটি অ্যাপ। নিউটাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (এনটিআরডব্লুএফ)। ফোরামের তরফে তৈরি করা হয়েছে অ্যাপটি। নাম দেওয়া হয়েছে এনটিআরডব্লুএফ (NTRWF)। গুগল প্লে স্টোরে অ্যাপটি রয়েছে। সম্প্রতি অ্যাপটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী, চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি সহ অন্যরা।

কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে? নিউটাউনের বাসিন্দারা অ্যাপটি খুললেই যাবতীয় পরিষেবা, দোকানপাট, ক্লিনিক প্রভৃতির ঠিকানা সহ হদিস পাবেন। গৃহস্থ কাজের জন্য কোন‌ও সাহায্য, খাবার, পানীয় জল, এমনকী পুরোহিত, ডেকরেটর, আইনজীবী, ট্যাক্স কনসালট্যান্ট, ম্যারেজ রেজিস্ট্রার— সমস্ত কিছুর সন্ধান পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। সেখানে দেওয়া থাকবে ওই ব্যক্তির ফোন নম্বর। প্রয়োজন মতো সেই ব্যক্তিকে ফোন করে পরিষেবা গ্রহণ করা যাবে। শুধু তাই নয়, ওই অ্যাপ থেকে নিউটাউনে (Newtown) বসবাসকারী এবং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রেখেও চলা যাবে। নিউটাউনের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কেও পাওয়া যাবে তথ্য। একই সঙ্গে ওই অ্যাপে থাকছে, ‘নিউজ পেপার স্ট্যান্ড’। ইংরেজি এবং বাংলা সংবাদমাধ্যম মিলিয়ে বেশ কয়েকটি খবরের কাগজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে। বাসিন্দারা অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে রোজ খবরের কাগজ পড়তে পারবেন। নিউটাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার ফোরামের যুগ্ম আহ্বায়ক সমীর গুপ্ত জানিয়েছেন, বাসিন্দারা ঘরে বসে অতি সহজেই তাঁদের প্রয়োজনীয় খবর পেতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এটি ভারতের প্রথম সিটি অ্যাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen