‘লজ্জা হওয়া উচিত’, যুবভারতীর ঘটনায় বিজেপিকে তীব্র ভর্ৎসনা তৃণমূলের

December 13, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৩০: যুবভারতী ক্রীড়াঙ্গনের শনিবারে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। শনিবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে রাজ্যের প্রধান বিরোধী দলকে কার্যত তুলোধোনা করেছে ঘাসফুল শিবির।

তৃণমূল কংগ্রেস (TMC) তাদের অফিশিয়াল হ্যান্ডেলে রাজ্য বিজেপির (BJP) উদ্দেশ্য করে লেখে, “লজ্জা হওয়া উচিত আপনাদের।”

যখন স্টেডিয়াম চত্বরে বিভ্রান্তি এবং ভাঙচুর চলছে, ঠিক সেই পরিস্থিতির মধ্যেই দেখা যায়, মাঠে ঢুকে পড়ে একদল উত্তেজিত মানুষ। তাদের হাতে ছিল ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা, আর মুখে চলছিল একই স্লোগান। এপ্রসঙ্গে শাসকদলের অভিযোগ, “যুবভারতী থেকে পাওয়া দৃশ্যপট আবারও এক চেনা উসকানিমূলক ছবিই সামনে আনছে। বিশৃঙ্খলা ও ভাঙচুরের মাঝেই গেরুয়া পতাকা ও স্লোগানের প্রদর্শন পরিস্থিতি শান্ত করার বদলে আরও অশান্তি বাড়িয়েছে।”

সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল আরও অভিযোগ করেছে যে, সঙ্কটের মুহূর্তে বাংলার ভাবমূর্তি নষ্ট করার একটি পরিকল্পিত ছক বারবার দেখা যাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং ‘নাটকীয়তা’ তৈরি করে রাজ্যকে বদনাম করার এই রাজনীতি আজ সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen