অভিষেকের উপর হামলার হুমকি, হরিয়ানায় আগ্নেয়াস্ত্র-বোমাসহ গ্রেপ্তার ডোমকলের যুবক

অভিযুক্তের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আরও একাধিক অপরাধমূলক পোস্ট পাওয়া গিয়েছে। বেআইনি অস্ত্রের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল সে

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৬: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার হুমকি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ডোমকলের (Domkal) এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। হরিয়ানার (Haryana) আম্বালা থেকে ধরা হয়েছে অভিযুক্ত সরিজুল শেখকে (Sarijul Sheikh)। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সরিজুল মুর্শিদাবাদের আমিনাবাদের বাসিন্দা। গত ২৪ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে মুর্শিদাবাদ পুলিশ (Murshidabad police) জেলার সাইবার থানায় (Cyber crime)। অভিযোগে বলা হয়, সোশাল মিডিয়ায় (Social media) পোস্ট করে আগামী ১০ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি (Threat of attack) দেয় সে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের দাবি, খোঁজ নিয়ে জানা যায়, সরিজুল হরিয়ানায় রয়েছে। এরপর স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে আম্বালা (Ambala) থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আরও একাধিক অপরাধমূলক পোস্ট পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বেআইনি অস্ত্রের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, সরিজুলকে ৭ দিনের হেফাজতে নিয়ে আরও তথ্য জানতে চাইছে তারা। পুলিশের অনুমান, জেরায় উঠে আসতে পারে বড় কোনও চক্রের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen