ওড়িশায় আবারও আক্রান্ত বাঙালি! বেধড়ক মার মুর্শিদাবাদের যুবককে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৬: বাংলাদেশি সন্দেহে ফের বিজেপিশাসিত ওড়িশায় (Orisha) বাংলার যুবককে বেধড়ক মার। অভিযোগ, গুরুতর আঘাত নিয়ে কোনওমতে বাড়িতে পালিয়ে এসেছেন আক্রান্ত যুবক। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আতঙ্কে ভুগছেন ওই আক্রান্ত যুবক। এর আগেও ওড়িশাতে বার বার বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা নাসিরউদ্দিন বিশ্বাস গত আট বছর ধরে ওড়িশাতে জিনিসপত্র ফেরি করেন। ওড়িশার জেলার সিংহাই গ্রামে ভাড়া থাকতেন তিনি। অভিযোগ, মঙ্গলবার বিকেলে কয়েকজন ব্যক্তি তাঁর উপর চড়াও হন। বাংলাদেশি তকমা দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, চড়, লাথি, ঘুসি মারা হয়েছে। এমনকি গাছের ডাল দিয়েও মারা হয় তাঁকে।
আক্রমণকারীদের পা ধরেও রেহাই মেলেনি বলে জানিয়েছেন নাসিরউদ্দিন। বেধড়ক মারের ফলে তাঁর দেহের একাধিক জায়গায় রক্ত জমে যায়। কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। আহত অবস্থায় মুর্শিদাবাদে ফেরেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁর শরীরে এখনও একাধিক জায়গায় রক্ত জমে রয়েছে।নাসিরউদ্দিন জানিয়েছেন, ওড়িশার ভাড়াবাড়িতে প্রায় লক্ষাধিক টাকার ফেরি করাএ জামাকাপড় রয়েছে। কিছুই নিয়ে আসতে পারেননি তিনি। ওড়িশায় আর কাজ করবেন না বলেই জানাচ্ছেন তিনি।