বন্ধ করাতে হবে হাসিনার ভাষণ, ঢাকার ভারতীয় হাই কমিশনার ডেকে সতর্ক করল ইউনুস সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.১৫: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে সতর্ক করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ, রবিবার দুপুরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনারকে (High Commissioner) তলব করা হয়েছিল।
সূত্রের খবর, বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে জানিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি চেষ্টা করছেন। ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তা নিয়েও না-কি হাই কমিশনারকে বলা হয়েছে। হাসিনা যাতে মুখ বন্ধ রাখেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। সম্প্রতি, তাঁকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল। তারপরই হাসিনাকে ফেরত চেয়ে একের পর এক পদক্ষেপ করছে ইউনুস প্রশাসন। কিন্তু নয়া দিল্লি এখনও কোনও পদক্ষেপ করেনি।
অন্যদিকে, বাংলাদেশে থাকা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত আওয়ামী লিগের (Awami Leauge) ফেসবুক পেজ মারফত ভাষণ দেন হাসিনা। আজ রবিবারও বাংলাদেশ সময় রাত নটায় তাঁর ভাষণ দেওয়ার কথা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে প্রায় উস্কানি দিচ্ছেন হাসিনা। ইউনুস প্রশাসনের অভিযোগ, নির্বাচন যাতে না-হয় সেই জন্য আওয়ামী লিগ ও তাদের সহযোগী দলগুলি নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। হাসিনা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। মহম্মদ ইউনুসের সরকার আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন কমিশনে লিগের রেজিস্ট্রেশনও বাতিল হয়েছে। ভোটকে সামনে রেখে ওপার বাংলার উত্তাপ বাড়ছে। দিন দুয়েক আগে ঢাকায় প্রকাশ্যে জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী গুলিবিদ্ধ হন। তাঁর অবস্থা গুরুতর।