বাংলাদেশে ইউনুস সরকারের কাছে দুর্গোৎসবে ৩দিন ছুটি, চার দফা দাবি

September 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪৫: বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই এবার বড়সড় দাবি তুলল জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা দাবি পেশ করেন সংগঠনের নেতারা।

দাবির মূল বিষয়গুলি হল

  •  তিনদিন সরকারি ছুটি: অষ্টমী, নবমী ও দশমীতে ছুটি ঘোষণা করতে হবে।
  •  সিসিটিভি ও নিরাপত্তা: প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে নজরদারি ব্যবস্থা।
  • সেনা মোতায়েন: গত বছরের মতো এবারও সেনা টহল চালু রাখতে হবে।
  • মনিটারিং সেল: কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

সংগঠনের মুখপাত্র পলাশকান্তি দে বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে। এর ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমস্যা হয়।”

আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই বাংলাদেশে শুরু হবে দুর্গোৎসবের প্রস্তুতি। যদিও ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর হিন্দু নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছে, এবছর ইউনুস সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করে সেই বার্তা দিয়েছেন ইউনুস নিজে।

বাংলাদেশে দুর্গাপুজো বরাবরই উৎসবমুখর পরিবেশে পালিত হলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এবার মহাজোটের দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen