বিহারে ভোটাধিকার যাত্রায় তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠী
আগামী ১ সেপ্টেম্বর, সোমবার, পাটনায় অনুষ্ঠিত মিছিলে তাঁরা তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৩: বিহারে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ‘ভোটার অধিকার যাত্রা’-র শেষ পর্যায়ে যোগ দিতে চলেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠী। আগামী ১ সেপ্টেম্বর, সোমবার, পাটনায় অনুষ্ঠিত মিছিলে তাঁরা তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
গত ১৭ আগস্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই যাত্রার সূচনা করেছিলেন। মূল লক্ষ্য ছিল ভোটার তালিকা সংশোধনের নামে বিহারে যে গণহারে নাম বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। বিরোধী দলগুলির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম খসড়া ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেই দাবি তাঁদের।
কংগ্রেস ও তৃণমূল দুই দলই জাতীয় স্তরে বিরোধী জোট INDIA-র অংশ। ফলে এই আন্দোলনে তৃণমূলের প্রতিনিধিদের উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
শুক্রবার সিওয়ানে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি নেতারা ভয় পেয়ে গিয়েছেন, কারণ ভোট চুরির ঘটনায় নির্বাচন কমিশনকে ব্যবহার করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত হানা হচ্ছে।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনকে ১৯ আগস্টের মধ্যে খসড়া তালিকা থেকে বাদ পড়া নামগুলি প্রকাশ করতে হয়। পাশাপাশি ২২ আগস্টের মধ্যে আদালতে রিপোর্টও জমা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই কমিশন ৬৫ লক্ষ বাদ দেওয়া নাম প্রকাশ করেছে।
তৃণমূলের এক শীর্ষ নেতা সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের পক্ষ থেকে ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠী ১ সেপ্টেম্বরের সমাপনী মিছিলে অংশ নেবেন।’’
আসন্ন সোমবার পাটনার রাজপথে বিরাট মিছিলের মধ্য দিয়েই শেষ হবে এই ‘ভোটার অধিকার যাত্রা’। বিরোধী শিবিরের দাবি, এই কর্মসূচি শুধু বিহারেই নয়, গোটা দেশে ভোটাধিকার রক্ষার আন্দোলনের নতুন অধ্যায় রচনা করবে।