যুবভারতী কাণ্ড: স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় শর্তসাপেক্ষ জামিন ধৃত ৯ জনের

December 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: লিয়োলেন মেসির (Leonel Messi) কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৯ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। তদন্ত চালাচ্ছে সিট (SIT)।

১৩ ডিসেম্বর কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন মেসি। তাঁকে দেখতে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে হাজির ছিলেন। মেসি আসার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বিশৃঙ্খলা। অশান্তি ছড়িয়ে পড়ে গোটা গ্যালারিতে। অভিযোগ, যুবভারতীতে মেসিকে ঘিরে ছিলেন মন্ত্রী, ভিআইপি, সেলেবরা। গ্যালারিতে বসা সাধারণ দর্শকদের অভিযোগ, মেসি মাঠে ঢোকার সময় তাঁরা দেখতে পাননি। মুহূর্তে শুরু হয় বিশৃঙ্খলা, স্টেডিয়ামের বিভিন্ন অংশে শুরু হয় তুমুল উত্তেজনা। গ্যালারি থেকে চেয়ার ভাঙা, বোতল ছোড়া হয়।

স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। ওইদিনই বিমানবন্দর থেকে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন পুলিশি হেপাজতে রয়েছেন। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় শুরু হয় ধরপাকড়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে নয় জনকে গ্রেপ্তার করে। স্টেডিয়াম ভাঙচুর, অগ্নিসংযোগ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। আদালত তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁরা জামিনে মুক্ত থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen