‘একনায়কের মৃত্যু হবে’ কান চলচ্চিত্র উৎসবে চ্যাপলিনের সংলাপ স্মরণ করালেন জেলেনস্কি

জেলেনস্কি বলেন, ‘আমাদের একজন নতুন চ্য়াপলিন চাই যিনি দেখাবেন আমাদের সময়কার সিনেমা নির্বাক নয়।’ ইউক্রেনের প্রেসিডেন্ট কথা শেষ করতেই সকলে উঠে দাঁড়িয়ে সম্মান জানান তাঁকে।

May 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি , ছবি সৌঃ ইন্ডিয়া টুডে

 ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে এক ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণে ক্ষত-বিক্ষত ইউক্রেনের পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন চলচ্চিত্র জগতকে। 

Francis Ford Coppola-র ‘Apocalypse Now’ এবং Charlie Chaplin-এর ‘The Great Dictator’-এর প্রসঙ্গে সিনেমার সঙ্গে বাস্তবের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। 

  একনায়কের মৃত্য়ু আর  মানুষের ক্ষমতার উত্থানে আশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen