Jawan-র গান ZindaBanda প্রকাশ্যে আসতেই উন্মাদনা সোশ্যাল মিডিয়ায়

#JawanPrevue বেরোনোর পর সকলে অপেক্ষা করছিলেন কবে সিনেমার গান রিলিজ হবে!

July 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
Jawan-র প্রথম গান ZindaBanda প্রকাশ্যে আসতেই উন্মাদনা সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: #JawanPrevue বেরোনোর পর সকলে অপেক্ষা করছিলেন কবে সিনেমার গান রিলিজ হবে!
আজ সকালে বাদশাহ শাহরুখ খান নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন আজ ১২:৫০ নাগাদ #Jawan সিনেমার প্রথম গান প্রকাশ্যে আসতে চলেছে। তিনটি ভাষায় সেই গান প্রকাশ্যে আসবে-
১) ZindaBanda (হিন্দি)
২) VandhaEdam (তামিল)
৩) DhummeDhulipelaaa (তেলেগু)

ঠিক ১২:৫০ মিনিটে প্রকাশ্যে এল জওয়ান সিনেমার প্রথম গান ZindaBanda। অনিরুদ্ধ রবিচন্দর মিউজিকে এই গানটি গেয়েছেন তিনি নিজে। গানটি প্রকাশ্যে আসতেই হইচই ফেলে দিয়েছে সব জায়গায়। দক্ষিণী ফ্ল্যাভার ও শাহরুখ খানের সংমিশ্রণে আলাদাই উচ্চতায় নিয়ে গেছে গানটিকে। ৪৮ মিনিটে ১ মিলিয়ন ভিউজ পেয়ে গেছে ইতিমধ্যেই।  ৫৭ বছর বয়সে যে এনার্জি নিয়ে বাদশাহকে নাচতে দেখা যাচ্ছে সমপ্রতি কোনও নায়ককে দেখা যায়নি এইভাবে। এই  ZindaBanda গানটি নিয়ে শাহরুখ খান ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ঝুমে জো পাঠানের পর শাহরুখ ভক্তরা আবারও নাচতে তৈরি ZindaBanda গানে।

তিন ভাষাতেই প্রকাশ্যে এল গানটি:

হিন্দি:

তামিল:

তেলেগু:

শোনা যাচ্ছে ১৫ই আগস্টের মধ্যে আরেকটি ট্রেলর আসতে চলেছে। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! জওয়ান সিনেমার সাথে  টাইগার ৩ সিনেমার টিজার জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৭ই সেপ্টেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen