জোম্যাটোর নাম বদলে গেল, কী নাম হল জানেন?
এক ক্লিকে রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সংস্থা এ বার থেকে পরিচিত হবে অন্য নামে।
February 7, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাম বদলে যাচ্ছে জোম্যাটোর। এক ক্লিকে রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সংস্থা এ বার থেকে পরিচিত হবে অন্য নামে। এবার থেকে এর নাম হবে ‘ইটারনাল’। জোমাট্যোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন।
‘ইটারনাল’-এর মূলত চারটি প্রধান ব্যবসা থাকবে- জোম্যাটো, ব্লিঙ্কইট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর। জোমাটোর নাম বদলের প্রস্তাবে সংস্থার বোর্ড অফ মেম্বারসরা এই বিষয়ে অনুমোদন দিয়েছে। কেন এই নাম বদল? দীপিন্দর গোয়েল জানান যে, যখন থেকে ব্লিঙ্কইট অধিগ্রহণ করা হয়েছে তখন থেকেই সংস্থা এবং ব্র্যান্ড বা অ্যাপের মধ্যে পার্থক্য গড়ে তুলতে আভ্যন্তরীণভাবে জোমাটোর নাম বদলের প্রক্রিয়া শুরু হয়।