জুবিন গর্গের মৃত্যু: সিআইডি-র তদন্তে ধরা পড়ল কোটি টাকার লেনদেন, কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপের আভাস

October 7, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩২: সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় মারা যাওয়া প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড় উঠে এলো।অসমের বিশেষ তদন্ত দল (SIT) তদন্তের সময় গায়কের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ব্যাংক হিসাব থেকে প্রায় ১ কোটি টাকার বড় লেনদেন বের করেছে। এই লেনদেনকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সংস্থা—ইনফোর্সমেন্ট ডিরেকশন (ED) এবং আয়কর বিভাগকে এই আর্থিক দিকটি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছে। হেমন্ত আশা করছেন, “কেন্দ্রীয় সংস্থাগুলি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

জানা গেছে, জুবিন ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের (North East India Festival) চতুর্থ আসরে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। এই উৎসবের আয়োজন করেছিলেন শ্যামকানু মহান্তা এবং তার সংস্থা। মৃত্যুর সময় গায়কের সঙ্গে থাকা আটজনের মধ্যে সাতজন এখনও সিআইডির সমন অনুযায়ী উপস্থিত হননি। একমাত্র রুপকামল কলিতা, যিনি জুবিনের মৃত্যুর দিনে ইয়টে উপস্থিত ছিলেন, তিনি SIT-এর সমন মেনে মঙ্গলবার গুয়াহাটিতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।

এদিকে, রাজ্য সিআইডি ইতিমধ্যেই জুবিনের মৃত্যু তদন্তে তৎপর। উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজনকারী শ্যামকানু মহান্তা এবং তার সঙ্গে আরও প্রায় দশজন যাদের মধ্যে রয়েছে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহান্তা—এর বিরুদ্ধে ৬০টির বেশি FIR দায়ের হয়েছে। এই চারজনকে গ্রেপ্তার করে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

তদন্তে নতুন অ্যানালাইসিসে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গায়কের এক ব্যান্ডমেট অভিযোগ করেছেন, সিদ্ধার্থ শর্মা জুবিনকে বিষ প্রয়োগ করেছিলেন। তার বিবরণ অনুযায়ী, জুবিনের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল, কিন্তু ম্যানেজার তা ‘অ্যাসিড রিফ্লাক্স’ বলে উপেক্ষা করেছিলেন। শ্বেতচোখ ও মুখ থেকে ফেনা বের হওয়ার মতো গুরুতর লক্ষণকে তুচ্ছ মনে করার এই অবহেলাকে অনেকেই মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন।

এই ঘটনার পর থেকে সারা রাজ্যে কৌতূহল ও উদ্বেগ বেড়েছে। অনেকে আশা করছেন, কেন্দ্রীয় সংস্থার তৎপরতা এবং সিআইডির তদন্ত গায়কের রহস্যমৃত্যুর পিছনের সত্য উঠে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen