পাখিদের সঙ্গে বিস্কুট ভাগ করে নিচ্ছে কাঠবেড়ালি
December 1, 2019
|
< 1 min read
Authored By:
Published by: Drishti Bhongi
সহাবস্থানের এক বিরল দৃশ্য। পশুপাখিরা নিজের পরিবারের সঙ্গে খাবার ভাগ করে নিলেও, এক কাঠবেড়ালি যেভাবে পাখিদের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে এমন উদাহরন নেহাতই হাতে গোনা।
ছবিটিতে দেখা যাচ্ছে, কাঠবিড়ালিটি দাঁড়িয়ে আছে। সামনের পা দিয়ে মুখের কাছে ধরে রেখেছে একটি বিস্কুট। আর তার সামনেই দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ছোট ছোট পাখি। তাদের মধ্যে দু’টি পাখি কাঠবিড়ালির বিস্কুটের দিকে তাকিয়ে রয়েছে। একটি পাখি তো আবার কাঠবেড়ালির ধরে রাখা অবস্থাতেই বিস্কুটে ভাগ বসিয়েছে।
সুধা রমেন, আইএফএস নামে এক টুইটার হ্যান্ডলে ২৭ নভেম্বর একটি ছবি পোস্ট হয়েছে। সেই সঙ্গে ফটোগ্রাফারকেও ধন্যবাদ জানিয়েছেন এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য।