স্কুল পড়ুয়ার তৈরী ড্রয়ার ধ্বংস হবে টাকা-মোবাইলের জীবাণু

December 1, 2019 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

অদ্ভুত এক ড্রয়ার – যার মধ্যে টাকা, মানিব্যাগ, বই, মোবাইল ফোন বা বাক্সের ভেতর ঢোকানো যায় এবং এরকম কিছু ঢুকিয়ে দিলেই সেগুলি বেরিয়ে আসবে জীবাণুমুক্ত হয়ে। বাক্সের মধ্যে আল্ট্রা ভায়োলেট রশ্মি দিয়ে এই জীবাণু মুক্তি করা হচ্ছে। টানলে খুলে যায়, আবার কাজ হয়ে গেলে নীচের পাল্লা ঠেলে বন্ধ করে দেওয়া যায়। আবিষ্কারক এক খুদে বিজ্ঞানী বিহারের নবম শ্রেণীর পড়ুয়া উদয় কুমার। সদ্যসমাপ্ত বিজ্ঞান উৎসবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদয়ের তৈরী এই মডেলটি অনেকেরই প্রশংসা কুড়িয়েছে।

উদয়ের কথায়, ভাবনাটা মাথায় প্রথম আসে যখন দেখা যায় সারাদিন ঘুরে আসার পর জামা বা অন্যান্য কাপড় ধুলেও টাকা বা মোবাইল ফোন ধোয়া বা কাচা যায় না। যে অবস্থায় এগুলি থাকে সেই অবস্থাতেই রেখে দেওয়া হয়। অথচ সারাদিন একের পর এক হাত ঘুরছে টাকা বা ব্যস্ত সময় নানা জায়গায় রাখা হচ্ছে মোবাইল। হাত ঘুরতে গিয়ে টাকার গায়ে যেমন লেগে যাচ্ছে ময়লা এবং ময়লার সঙ্গে থাকা জীবাণু, তেমনি নানা জায়গায় মোবাইল ফোন রাখার ফলে তার মধ্যেও লেগে যাচ্ছে ময়লা এবং সেই ময়লা বহন করছে জীবাণু।

এ বিষয়ে খুদে বিজ্ঞানীর বলে, ‘ভাবতে শুরু করি যাতে এমন একটা কিছু করা যায় যেটা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। এরপরেই আল্ট্রা ভায়োলেট রশ্মি ব্যবহারের বিষয়টি মাথায় আসে। শুরু করি পরীক্ষা। কিন্তু মানুষের গায়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি আল্ট্রা ভায়োলেট রশ্মি লাগে তবে তা ক্ষতিকর। ফলে বাক্সটাকে এমনভাবে বানাই যাতে বাক্স বন্ধ করলে এই রশ্মি কাজ শুরু করবে, আবার খোলা হলেই আর কাজ করবে না। ফলে গায়ে লাগার সম্ভাবনাটা আর থাকছে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen