এবারে পঞ্চায়েত ভোটে uncontested আসন মোটে ১%? সমাজ মাধ্যমে viral পোস্ট
দৃষ্টিভঙ্গি এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেনি।
June 20, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিনা লড়াইয়ে জেতা অর্থাৎ আনকনটেস্টেড সিটের সংখ্যা মাত্র এক শতাংশ। এমনই দাবি করা একটি পোস্ট ঘুরছে সমাজ মাধ্যমে।
আরও দাবি করা হচ্ছে, পূর্ববর্তী পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৫ শতাংশ আসনে জয় এসেছিল।
দৃষ্টিভঙ্গি এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেনি।