প্রয়াত হলেন ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বার্নার্ড জুলিয়ান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবং ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়ান ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসায়ন শহরে। জুলিয়ান ছিলেন সেই সময়ের এক অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ নায়ক।
১৯৭৫ সালের প্রথম ODI বিশ্বকাপে জুলিয়ানকে বলা হতো সাহসী অলরাউন্ডার। তিনি গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার বিপক্ষে ৪/২০ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪/২৭ উইকেট শিকার করেছিলেন। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭ বলে ২৬ রান করে তার দলের জয় নিশ্চিত করেছিলেন। তার বাম-হাতের সিম বোলিং, আক্রমণাত্মক ব্যাটিং এবং দারুন ফিল্ডিং তাকে তৎকালীন ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড তার কথা স্মরণ করে বলেন, “জুলিয়ান সর্বদা ১০০ শতাংশ দিয়ে খেলতেন। সে কখনও দায়িত্ব এড়িয়ে যেত না। ব্যাট বা বল যেকোনো ক্ষেত্রে তার ওপর নির্ভর করা যেত। সে আমাদের দলের জন্য সবসময় মূল্যবান ছিল। আমরা লর্ডস-এ টেস্ট জয় উদযাপনের পর দীর্ঘক্ষণ আড্ডা দিতাম, সেই সময় সে সবসময় সবার প্রিয় ছিল।”
বার্নার্ড জুলিয়ান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ এবং ১২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তিনি ৮৬৬ রান করেছেন এবং ৫০টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার সংগ্রহ ৮৬ রান ও ১৮ উইকেট।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালোও তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শ্যালো বলেন, “বার্নার্ড জুলিয়ানের অবদানকে আমরা স্মরণ করি। তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাই। জুলিয়ান ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন, এবং তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।”