ভারত থেকে অস্কারের জন্য যাচ্ছে ‘২০১৮ – এভরিওয়ান ইজ আ হিরো’
Film Federation of India এই ছবিটির প্রতিনিধিত্বের কথা আজ ঘোষণা করেছে ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালয়ালম চলচ্চিত্র ‘২০১৮ – এভরিওয়ান ইজ আ হিরো’ অস্কারে বিদেশী ভাষার বিভাগের অধীনে ভারতের প্রতিনিধিত্ব করবে। ছবিটির বিষয়বস্তু হলো কেরালার বন্যা পরিস্থিতি।
Film Federation of India এই ছবিটির প্রতিনিধিত্বের কথা আজ ঘোষণা করেছে ।
একটি সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং বাছাই কমিটির চেয়ারপার্সন গিরিশ কাসারভাল্লি বলেছেন, ১৬ সদস্যের জুরি সর্বসম্মতিক্রমে মালয়ালম চলচ্চিত্রটিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছেন।
হিন্দি ছবি “দ্য কেরালা স্টোরি”, “রকি অর রানি কি প্রেম কাহানি”, “গদর ২”, “জুইগাতো”, “দ্য ভ্যাকসিন ওয়ার”, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে” পাশাপাশি “বালাগাম” সহ ২২টি শিরোনাম। (তেলেগু), “ভালভি” (মারাঠি), “বাপলিওক” (মারাঠি) এবং “আগস্ট ১৬, ১৯৪৭” (তামিল) ভারত থেকে অস্কারের দৌড়ে ছিল। কিন্তু জুরি সর্বসম্মতিক্রমে “2018”-কে বেছে নিয়েছে।
জুড অ্যান্টানি জোসেফ দ্বারা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন টোভিনো থমাস, কুঞ্চকো বোবান তানভি রাম এবং অপর্ণা বালামুরালি।
৯৬ তম একাডেমি পুরস্কার ১০ মার্চ, ২০২৪ তারিখে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।