কলকাতা বিভাগে ফিরে যান

ডেস্টিনেশন ২০২০ – ৩৭ দেশের প্রতিনিধিদের নিয়ে পর্যটন উৎসব

January 15, 2020 | < 1 min read

ডেস্টিনেশন ইস্ট ২০২০ সম্মেলন

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন উৎসব ‘ডেস্টিনেশন ইস্ট ২০২০’। রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় পূর্বাঞ্চলের সিআইআই আয়োজিত এই পর্যটন উৎসবে উপস্থিত ছিলেন ৩৭ দেশের ১০৭ জন প্রতিনিধি। 

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, বাংলায় পর্যটন পরিকাঠামো উন্নত করতে নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর ফলে অনেক বেসরকারি বিনিয়োগকারী পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করছেন। এছাড়া গত কয়েক বছরে অনেক বিনিয়োগকারী বাংলাকে আদর্শ বিনিয়োগের রাজ্য হিসেবে বেছেছেন।

দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, এ রাজ্যে আগত বিদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটন দপ্তর পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজ্যের পর্যটনের সম্ভবনাকেও তুলে ধরছে।

ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও রনজয় দত্ত বলেন, ইন্ডিগো কর্তৃপক্ষ কলকাতা ও বাগডোগরাকে উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বিচার করে। বাংলায় হিমালয় আছে, নদী আছে, বনাঞ্চল আছে। এই ত্রিমুখী সুবিধাই রাজ্য পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism Department, #Government of West Bengal, #BengalTourism, #ExperienceBengal, #DestinationEast

আরো দেখুন