দেশ বিভাগে ফিরে যান

মসজিদে হিন্দু বিয়ে, নজির গড়ল কেরালা

January 21, 2020 | < 1 min read

এক ঝলক আলো দেখাল কেরালার এক মসজিদ। ছবি সৌজন্যেঃ timesofindia

সমাজে বিভাজনের আশঙ্কায় দেশ যখন উদ্বিগ্ন, সেই সময় এক ঝলক আলো দেখাল কেরালার এক মসজিদ। 

গোলাপি-সোনালি শাড়িতে লজ্জাবনত নববধূ, বরের পরনেও দক্ষিণী ঐতিহ্যবাহী সাদা শার্ট আর মুন্ড।  সামনে সাজানো বিয়ের উপচার। হিন্দু বিয়ের প্রতিটি আচার মেনে চার হাত এক হল অঞ্জু-শরতের। আর তার সাক্ষী থাকতে কেরালার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ চত্বরে ভিড় জমালেন নানা ধর্ম-শ্রেণির মানুষ।  সাম্প্রদায়িক অশান্তির প্রেক্ষাপটে কেরালার মসজিদে হিন্দু দম্পতির বিয়ে সৃষ্টি করল অনন্য নজির। যে বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করলেন, ‘এটাই কেরালার একতার চিত্র’। 

দু’বছর আগে স্বামীকে হারিয়ে অকূলপাথারে পড়েছিলেন বিন্দু।  তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে কোনও ক্রমে দিন গুজরান হচ্ছিল ঠিকই, কিন্তু মেয়ে অঞ্জুর বিয়ে দেওয়ার মতো টাকার ব্যবস্থা করে উঠতে পারছিলেন না।  সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী নিজামউদ্দিন আলুমুত্তিল। তিনিই বিন্দুকে জামাত কমিটিতে যাওয়ার পরামর্শ দেন। মসজিদ কর্তৃপক্ষ কি হিন্দু মেয়ের বিয়েতে সাহায্য করতে রাজি হবেন? মনে এই দ্বিধা নিয়েই জামাত কমিটির দ্বারস্থ হন বিন্দু।  কিন্তু সেখানে মেলে অভাবনীয় প্রতিক্রিয়া। জামাতের একজন সদস্য বিয়ের খরচের দায়িত্ব নেন। কিন্তু অভ্যাগতদের তো খালি মুখে ফেরানো যায় না, তাই শুরু হয় প্রীতিভোজের ব্যবস্থাপনা। জুম্মাবারের নমাজে যোগ দিতে আসা মুসলিমদের জানানো হয় বিয়ের বিষয়টি।  আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি হন অনেকেই। 

তাতেই মুশকিল আসান!

TwitterFacebookWhatsAppEmailShare

#Kerala Mosque, #Communal Harmony

আরো দেখুন