ভ্রমণ বিভাগে ফিরে যান

গড়চুমুক… বনের সুবাস নদীর স্নিগ্ধতায়

January 27, 2020 | 3 min read

দামোদর ও ভাগীরথীর মিলমিশ যেখানে, সেখানেই অনর্গল সবুজ ছড়াচ্ছে গাছপালা, ঝোপঝাড়, গুল্মলতা। গড়চুমুক মৃগদাবের এ তল্লাটে এ বনের ললিত সুবাস ও নদীর স্নিগ্ধতা। নিছক নদী পরিবহণকে আঙিনায় রেখেই বহুমাত্রিক সবুজে সাজিয়ে গুছিয়ে রোপণ করে গড়ে তোলা কৃত্রিম এই জঙ্গলে দিনমান পাখিদের কিচিরমিচির। সবুজের বুনোট মিলেমিশে গিয়েছে নদী সঙ্গমের ভাঁজে। এই নিয়েই প্রিয় গড়চুমুক।

গাদিয়ারা থেকে গড়চুমুক মাত্র ২৩ কিলোমিটার। এক সকালে হোটেলে প্রাতরাশ শেষে গাদিয়ারা অটোস্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করা যায়। গড়চুমুক যাওয়া-আসা নিয়ে ৪০০ টাকায় রফা। এমনিতে গাদিয়ারা থেকে শ্যামপুর বাজার মোড় এসে আবার অন্য অটোতে শ্যামপুর মোড় থেকে গড়চুমুক নয়া মোড় পর্যন্ত দু’দফায় গড়চুমুক পৌঁছনো যায়। তাতে সাশ্রয়ও হয়। তবে দু’দফা অটো পাল্টানোর ঝক্কি এড়াতেই টানা অটো ভাড়া করে যাওয়া। দ্রষ্টব্যের মধ্যে মজুত রাখা আছে উলুঘাটা আটান্ন গেট ও গড়চুমুক মৃগদাব।

অফুরন্ত গাঁ-গঞ্জ জনপদ চিরে পথ চলে গিয়েছে। কখনও ছায়া মাখা কখনও বা অঘ্রাণের মিঠে রোদ্দুর ছড়ানো ধান জমি। সড়কপথে প্রায়শই আধা লোহার ব্যারিকেড বসিয়ে পথ আগলানো। হয়তো যান চলাচলের গতি নিয়ন্ত্রণের জন্য। শ্যামপুর মৌজা বেশ জনবহুল বিস্তৃত এলাকা। তিন রাস্তার শ্যামপুর মোড়ের বাঁদিকের পথটা গিয়েছে বাগনান। ডানে পথ কিছুটা এসেই আবার বাঁয়ে বাঁক খেয়ে এক্কেবারে সোজা চলে গিয়েছে ১৮.৫০ কিলোমিটার দূরে আটান্নগেট গড়চুমুক নয়া রাস্তা মোড়।

আটান্ন গেট মূলত একটি নদী বাঁধ। বাঁধের দুই ধারেই দুই প্রবেশতোরণ। ‘উলুঘাটা আটান্ন স্লুইস্ গেট’। মোট আটান্নটি স্লুইস গেট পর পর। নীচ দিয়ে অকাতরে বয়ে চলেছে দামোদর ও ভাগীরথীর মিলিত জলধারা। স্লুইস গেট গলে ঝরে পড়ছে বলে স্রোতের প্রাবল্য রয়েছে। সাঁকো পেরিয়ে মূল সড়কটি গেছে উলুবেড়িয়া। এই নদী বাঁধটির নাম উলুঘাটা আটান্ন গেট। নদীর পাড়ে মাটির পাত্র বোঝাই বেশ কিছু নৌকা। কিছু ডিঙি নৌকা মাঝনদীতে ভেসে জলে জাল বিছিয়ে রেখেছে। সদ্য তোলা সতেজ মাছ নিমেষেই বিক্রী হয়ে যাবে। আটান্ন গেট জলসেচ ব্যবস্থা এ অঞ্চলে প্রয়োজনীয় চাষআবাদে উপযোগী। নদীর পূর্ণাবয়ব দেখতে হলে নৌকাবিহারও করা যেতে পারে।

নদীর কোল ঘেঁষে গড়চুমুক পর্যটনকেন্দ্র ও গড়চুমুক ইকো ট্যুরিজম। হরিণের আবাসভূমি। প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা। নীলরঙা মূল তোরণ পেরিয়ে খানিক এগিয়ে বাঁ দিকে সবুজ রং করা মৃগদাবের প্রবেশতোরণ, দুই পাশে চৌকিদার ও তোরণের মাথায় দু’টি হরিণের মূর্তি খোদাই করা। বাঁশ ছোট করে কেটে ফেন্সিং দেওয়া টালির বাঁধানো পথটি চলে গেছে এ ধার-ও ধার। হাওড়া জেলা পরিষদের অধীনে, বন দপ্তরের দেখ্ভালে বিস্তীর্ণ বনাঞ্চল ও চিড়িয়াঘর, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে থাকার মতো পাখপাখালি, সরীসৃপ ও হরিণের নিরাপদ আশ্রয়। সাধারণ মানুষকে বন্যপ্রাণ ও উদ্ভিদ সম্বন্ধে শিক্ষামূলক সচেতন ও ভালবাসাতে শেখার প্রয়াসে বন দপ্তর যথেষ্ট ব্যবস্থা নিয়েছে।

অরণ্যছায়ায় জলাশয় ও বিবিধ খাঁচাগুলোর সামনে পায়ে চলা পথ। পানা ভরা জলাশয়ে শরীর ডুবিয়ে মিষ্টি জলের কুমির। শ্রীলঙ্কা মালয়ের উপদ্বীপ অঞ্চলের মাংসাশী নিশাচর কুমিরগুলোর বৈজ্ঞানিক নাম Marsh Crocodile, Mugger। শস্যদানার সুদৃশ্য মাটির পাত্রগুলো দেওয়ালে, গাছের কাণ্ডে ঝোলানো। কোনও খাঁচায় ঘাড় গুঁজে বসে আছে ময়ূর। কী বীভত্স কর্কশ ভাবে ডেকে যাচ্ছে একটি ময়ূর— এই নাকি কেকা ধ্বনি! তখনও তিরতির কেঁপে উঠছে পেখমের উজ্জ্বল বর্ণমালা। চাইনিজ সিলভার ফেজান্ট— বুকের কাছটা কালো, ধবধবে সাদা ডানা ও পেখম, মাথায় লাল ঝুঁটি, খয়েরি-লাল শরীরের গোল্ডেন ফেজান্ট।

এ অরণ্যে রয়েছে গ্রামবাংলার নানান পাখি— দোয়েল, বসন্তবৌরী, মৌটুসী, সাদা-কালো শালিক, শাহি বুলবুলি, কোকিল, লোহিতপুচ্ছ বুলবুলি, টুনটুনি, ফিঙে, বাঁশপাতি, চড়ুই, ঘুঘু, ফটিকজল, শ্যামা, নীলকণ্ঠ ইত্যাদি। গাছে ঝোলানো বোর্ডে দেশি-বিদেশি পাখিদের নামের লম্বা ফিরিস্তি। সজারু, কুমির, কচ্ছপ, গোসাপ, বনমোরগ, হরিণ খাঁচা। কিছু চিতল ছাড়া আছে অবশ্য জঙ্গলে। তবে সেই দঙ্গলদের দেখতে হয় ৫০০ মিটার দূর থেকে। পর্যটকদের তার বেশি কাছে যাওয়া নিষেধ।

যাতায়াত: হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়া যাওয়ার লোকাল ট্রেনে এসে অটো বা ট্রেকারে গড়চুমুক ১৫ কিলোমিটার। হাওড়া থেকে উলুবেড়িয়া ৪৫ মিনিটের পথ। ধর্মতলা থেকে গড়চুমুক আটান্ন গেট বাসস্টপ ৬০ কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে সওয়া ২ ঘণ্টা। মুম্বই রোড ধরে গাড়ি চালিয়ে উলুবেড়িয়া এসে শহরের ভিতরে ঢুকে গড়চুমুক পর্যটনকেন্দ্র।

কখন যাবেন: বছরে যখন খুশি যাওয়া যায়। বর্ষাকালে ভাল লাগবে। শীতকালে মিঠে রোদ ও হিমেল পরশে ঘুরে বেড়ানো।

থাকা: সকালে গিয়ে ঘুরে বেড়িয়ে বিকেলের মধ্যেই ফিরে আসা যায়। শীতকালে পিকনিক পার্টির জমায়েত বেশি। এখানে কয়েকটি বেসরকারি গেস্ট হাউস আছে। জেলা পরিষদের লজেও থাকা যায়। সব ঘরগুলিই নদীমুখী।

TwitterFacebookWhatsAppEmailShare

#garchumuk, #howrah, #Travel, #West Bengal

আরো দেখুন