কলকাতা বিভাগে ফিরে যান

চিত্র প্রদর্শনীর মাধ্যমে সিএএর বিরুদ্ধে কলকাতায় অভিনব প্রতিবাদ

February 24, 2020 | < 1 min read

মিটিং, মিছিল, পথ নাটিকা, গান, কবিতা, অবস্থান বিক্ষোভ এমনকি বিধানসভায় প্রস্তাব – সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তিলোত্তমা শহর কলকাতা ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছে। এই তালিকায় নতুন সংযোজন – চিত্র প্রদর্শনী।

গত ১৬ই ফেব্রুয়ারি থেকে কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে শুরু হয়েছে এক চিত্র প্রদর্শনী যার মূল থিম হল সিএএর বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতার শিল্পী সমাজ (আর্টিস্ট ফ্র্যাটার্নিটি অফ কলকাতা)।

যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, ভবতোষ সুতার, মনোজ মিত্র, ঈশা মহম্মদ প্রমুখ শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে আছে। এমনকি সিএএর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

প্রদর্শনীর কিছু ঝলক দেখে নিন:

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA Protest, #CAA, #NRC-CAA Protest, #Painting, #photography, #CAA-NRC Protest, #CAA-NPR-NRC Protest, #exhibition

আরো দেখুন