দেশ বিভাগে ফিরে যান

কেরলের বাঙালি শ্রমিকদের জন্য বাংলায় বার্তা শশী থারুরের, মুগ্ধ নেটিজেনরা

April 2, 2020 | < 1 min read

‘জানি কঠিন পরিস্থিতিতে আছেন। কিন্তু, এই সময়ে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়া যে সম্ভব নয়, তা আপনাদেরও বুঝতে হবে।’ লকডাউনের কারণে আটকে পড়া বাঙালি শ্রমিকদের উদ্দেশে এমনই বার্তা। ভাঙা ভাঙা নয়, বরং স্পষ্ট বাংলায় এই বার্তা দিলেন কেরলের সাংসদ শশী থারুর। কেরলে আটকে পড়া বাঙালি শ্রমিকদের অভয় দেওয়ার পাশাপাশি মন জয় করলেন নেটপাড়ারও।

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণার পর থেকেই কাজ হারিয়ে কার্যক কর্পদকশূন্য হয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা। এমন অবস্থায় ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের শ্রমিকদের অন্তত খাবার, আশ্রয়ের ব্যবস্থা করতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমন অবস্থায় কেরালায় আটকে পড়া বাঙালি শ্রমিকদের আশ্বস্ত করতে এগিয়ে এলেন শশী থারুর। ভিডিয়ো বার্তায় সাংসদ বাংলায় বলেন, ‘সব রাজ্য সীমানা বন্ধ রয়েছে। আপনাদের বাংলায় ফিরে যাওয়া সম্ভব নয়। আপনারা যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। চিন্তা করবেন না, কেরালার মানুষ আপনাদের পাশে রয়েছেন। আমি আশ্বাস দিচ্ছি, আপনাদের জল, খাবার সবের ব্যবস্থাই করা হবে।’

তিরুবনন্তপুরমের সাংসদের এই উদ্যোগের প্রশংসা দেখা যায় নেটিজেনদের তরফে:

TwitterFacebookWhatsAppEmailShare

#kerala, #shashi tharoor, #migrant workers

আরো দেখুন