দেশ বিভাগে ফিরে যান

আইটিসির আটা মশলা বাড়িতে পৌঁছে দেবে ডমিনোজ

April 4, 2020 | < 1 min read

দেশ জোড়া ৩ সপ্তাহের লকডাউনে যাতে খাদ্যের যোগানে টান না পড়ে, তাই মুশকিল আসান করতে চলেছে ডমিনোজ পিৎজা। জুবিল্যান্ট ফুড ওয়ার্কের এই জনপ্রিয় সংস্থার প্রতিনিধিরা এবার আটা মশলার মতন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে আপনার বাড়ির দোরগোড়ায়। কাঁচামাল পেতে আইটিসি সংস্থার সঙ্গে এদের চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার থেকেই বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হয়েছে। খুব শীঘ্রই কলকাতা, মুম্বাই, নয়ডা, চেন্নাই ও হায়দ্রাবাদে এই পরিষেবা চালু হয়ে যাবে।

নতুন এই পরিষেবায় লকডাউনের মধ্যে আইটিসির আশীর্বাদ আটা এবং লঙ্কা হলুদ, ধনের গুঁড়োর একটি কম্বো প্যাক কেনার সুযোগ মিলবে গ্রাহকদের।

এই পরিষেবা পেতে মোবাইলে ডোমিনোজের অযাপে ঢুকে অনলাইনে অর্ডার দিতে হবে এবং অনলাইনেই আগে দাম মিটিয়ে দিতে হবে। ক্যাশ অন ডেলিভারির কোন সুবিধা থাকছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#21daysLockdown, #Dominos, #covid19

আরো দেখুন