কলকাতা বিভাগে ফিরে যান

করোনা হটস্পট কলকাতাও, বাড়তি নজর স্বাস্থ্যমন্ত্রকের

April 16, 2020 | < 1 min read

লকডাউনের মধ্যেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই। মৃত প্রায় চারশো জন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। মূলত ক্লাস্টার বা গণ্ডিবদ্ধ সংক্রমণের পর্যায়ে রয়েছে দেশের করোনা পরিস্থিতি। করোনাকে সেই গণ্ডির মধ্যে বেঁধে রাখতে এবার নতুন কৌশল নিল মোদি সরকার। সেই কৌশল অনুযায়ী, দেশের ৭৩৬টি জেলাকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ৷ প্রথমে হটস্পট বা রেড জোনে রয়েছে ১৭০টি জেলা ৷ 

এর মধ্যে আবার ১২৩টি জেলায় সংক্রমণ অনেক বেশি ছড়িয়েছে ৷ বাকি ৪৭টি জেলায় গণ্ডিবদ্ধ পর্যায়ে রয়েছে করোনা সংক্রমণ ৷ দেশের ২০৭টি জেলাকে ‘নট হটস্পট’ ক্যাটেগরিতে রাখা হয়েছে ৷ এই মুহূর্তে প্রতিটি নন হটস্পট জেলাতেই অল্পবিস্তর করোনা সংক্রমণ রয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের ৩৫৯টি জেলা গ্রিন জোনে রয়েছে ৷ 

দেশের ১৭০টি হটস্পটের তালিকায় রাজ্যের ১১টি জেলা রয়েছে। হটস্পটের তালিকায় রয়েছে কলকাতাও। রাজ্যের ৪ জেলায় করোনা সংক্রমণ বেশি ৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সংক্রমণের হার বেশি ৷ বাকি ৭ জেলায় গণ্ডিবদ্ধ সংক্রমণ হয়েছে ৷ এই তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা ৷ 

হটস্পটে করোনা সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যকর্মী, পুরকর্মী ও ভলান্টিয়ারদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম। ২৮ দিন পর্যন্ত যদি নতুন সংক্রমণের খবর না আসে, তাহলে রেড জোনকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Kolkata, #Coronavirus, #hotspots

আরো দেখুন