কলকাতা বিভাগে ফিরে যান

ভিড় নিয়ন্ত্রণে এবার সশস্ত্র পুলিশ, কলকাতা সহ দুই জেলা নিয়ে উদ্বিগ্ন মমতা

April 17, 2020 | 2 min read

রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, কোনও বাজারে ভিড় করা যাবে না৷ পাশাপাশি মাস্ক না পরলে কোনও বাজারে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন মমতা৷ প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷ রেড জোনগুলিতেও সশস্ত্র পুলিশ নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী এ দিন আশঙ্কা প্রকাশ করে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হবে৷ এই প্রসঙ্গেই রাজ্যের দুই জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণায় সংক্রমণ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, হাওড়ার অবস্থা খুবই স্পর্শকাতর৷ পাশাপাশি, উত্তর চব্বিশ পরগণা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গিও উত্তর চব্বিশ পরগণা থেকে শুরু হয়৷ করোনার ক্ষেত্রেও তাই হচ্ছে৷’

বাজারে কোনওভাবে ভিড় করা যাবে না বলে এ দিন সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সব বাজারেই স্যানিটাইজার রাখতে নির্দেশ দিয়েছেন তিনি৷ তবে রেড জোনে কাউকে ঢুকতে এবং বেরোতে দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ১৪ দিনের মধ্যে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণাকে রেড থেকে অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে৷ কলকাতার কয়েকটি ওয়ার্ড নিয়েও একই কথা বলেন মমতা৷ পাশাপাশি যে জেলাগুলি অরেঞ্জ জোনের আওতায় আছে, সেগুলিকে গ্রিন জোনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ সেই জেলাগুলিতেও যাতেও সোশ্যাল ডিসটেন্সিং-এর নিয়ম মানার ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো না হয়, সেই পরামর্শ দেন তিনি৷ অন্যান্য রাজ্যগুলির সঙ্গে থাকা সীমান্তে এবং আন্তঃ জেলা সীমান্তগুলিতেও কড়া নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিয়ম পালনে কাউকেই যাতে ছাড় না দেওয়া হয়, সেকথা মনে করিয়ে দেন তিনি৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Coronavirus, #Social Distancing

আরো দেখুন