লকডাউন জারি থাকবে 7 ই মে পর্যন্ত , নির্দেশ তেলেঙ্গানা সরকারের
গোটা দেশে করোনা সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৬,১১৬ জন ,মৃত ৫১৯ জন |কেন্দ্রীয় সরকারের নির্দেশে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল আগামী ৩-রা মে পর্যন্ত | এর আগেও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একাধিকবার লকডাউন এর মেয়াদ বৃদ্ধির কথা বলেছিলেন |
রবিবার সন্ধ্যা পর্যন্ত তেলেঙ্গানায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫৮ হয়েছে। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৬৫১ জন। ১৮৬ জন সুস্থ হয়ে উঠছেন এবং ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতে ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৩ জনের|
আর এবারেও প্রথম রাজ্য হিসেবে ৭ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করল তেলেঙ্গানা সরকার | এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই দিন এই সিদ্ধান্ত নিয়েছেন |
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ দিন এই ঘোষণা করেছেন | একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন চলা পর্যন্ত রাজ্যে কোনওরকম বিধিনিষেধ শিথিল করা হবে না৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা রাজ্যেই সুইগি এবং জোম্যাটোর ফুড ডেলিভারি সংস্থার কাজ বন্ধ থাকবে| সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার |
রমজান উপলক্ষে রাজ্যের কোথাও জমায়েতের অনুমতি দেওয়া হবে না বলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন|