স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ব্যবহৃত মাস্ক পরিস্কার কিভাবে করবেন 

April 25, 2020 | < 1 min read

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের পরিবর্তিত নির্দেশিকায় মাস্ক পড়ার পরামর্শ দিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক যেমন পড়তেও হবে, ঠিক সেভাবে পরিস্কারও রাখতে হবে। রোজ নিয়ম করে পরিস্কার করা দরকার মাস্ক। মাস্ক পরিস্কার করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে। 

জেনে নিন মাস্ক পরিস্কার করার সঠিক পদ্ধতি:

  • বাড়ি ফিরে মাস্ক খুলুন দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে। মাস্কে সরাসরি হাত দেবেন না সাবান জলে ভিজিয়ে কেচে নিন। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।
  • কাচার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে রোদে শুকোতে দিন। ফিতে বা দড়ির অংশটি আংটা ধরে ঝুলবে। শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।
ব্যবহৃত মাস্ক পরিস্কার কিভাবে করবেন

এছাড়াও অন্য পদ্ধতিও রয়েছে

  • জল ফুটতে দিয়ে তাতে নুন ফেলে দিন। এ বার ওই নুন মেশানো গরম জলেও মাস্ক ফেলে ফুটিয়ে নিতে পারেন। তাতেও সহজেই জীবাণুমুক্ত হবে মাস্ক। 
  • এ ক্ষেত্রেও নিয়ম মেনে রোদে শুকোতে দিন।

কেচে শুকোনোর পর ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই আপনার মাস্ক ফের ব্যবহারের জন্য তৈরি। কোনও ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #wash mask

আরো দেখুন