বিনোদন বিভাগে ফিরে যান

জনপ্রিয়তায় জয়জয়কার, ফের এক নম্বরে দূরদর্শন

April 27, 2020 | < 1 min read

সম্প্রতি টিভি থেকে সোশ্যাল মিডিয়া চারিদিকে শুধুই দূরদর্শনের চর্চা লেগেই রয়েছে ৷ দূরদর্শনের সোনালি দিনের টিভি শোগুলি ফের একবার ফিরিয়ে এনেছে লকডাউনের জন্য৷ ফের ফিরে এসে সমস্ত রেকর্ড পিছনে ফেলে দিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে ৷ 

দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত পুনঃসম্প্রচার হচ্ছে ৷ শুধুই রামায়ণই নয় সোনালি দিনের শোগুলি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ৷ এই শোগুলির ফলে ফের এক নম্বর হয়েছে দূরদর্শন।ঐতিহাসিক টিভিআর শুধুই রামায়ণ আর মহাভারতের হাত ধরে আসেনি ৷ 

যে যে ধারাবাহিকগুলি ব্যাপক সাফল্য এনেছে সেইগুলি হলঃ

  • রামায়ণ, মহাভারতের পরে জনপ্রিয়তার শীর্ষে থাকা শক্তিমান রাত ৮টায় প্রতিদিন সম্প্রচারিত হয় ৷ বার্ক সূত্রে জানতে পারা গিয়েছে ত্রয়োদশ সপ্তাহে ভিউয়ারশিপ ২০.৮ হয়েছে ৷ আগে যা ছিল ১.৭ ৷
  • দূরদর্শনে বিকেল ৫টায় বুনিয়াদ সম্প্রচারিত হয় ৷ জানতে পারা গিয়েছে ত্রয়োদশ সপ্তাহে ভিউআরশিপ হয়েছে ৪.৫ ৷ যা আগে ছিল ০.০২ ৷
  • প্রতিদিন সন্ধে ৬টায় কমেডি শো দেখ ভাই দেখ দেখানোর আগে এই স্লটের টিভিরআর ছিল ০.০৩ সেটি বেড়ে গিয়ে হয়েছে ২০.৮ ৷
  • ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী প্রতিদিন সকাল ১১ টায় দেখানো হয় ৷ আগে এই স্লটের টিভিআর ছিল ১.৭ তা বেড়ে হয়েছে ৪.৫ ৷
  • অন্যতম সেরা কমেডি ধারাবাহিক শ্রীমান শ্রীমতি প্রতিদিন বিকেল ৪টেয় দেখানো হয় ৷ এই স্লটের আগের টিভিআর ছিল ০.৪ এখন হয়েছে ০.৮ ৷
  • শহর ও গ্রামীণ এলাকায় দূরদর্শনের রামায়ণ মোট জিআরপি পেয়েছে ৬১৩৯৭ ৷ সেখানে মহাভারত ডিডি ভারতীতে ১৬৭৫০ জিআরপি পেয়েছে ৷
TwitterFacebookWhatsAppEmailShare

#doordarshan, #lock down

আরো দেখুন