জীবনশৈলী বিভাগে ফিরে যান

চাকরি গেলে চাকরি পাবে, মন ভেঙে গেলে জোড়া কঠিন

April 27, 2020 | 2 min read

লকডাউনের জেরে প্রায় ধুঁকছে বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতিতে বহু মানুষ চাকরি হারাবেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আপনি যদি চাকুরিজীবী হন, তাহলে হতেই পারে এই অর্থনৈতিক ধাক্কা আপনার কোম্পানিও সামলে উঠতে পারবে না। আগামী কয়েক মাসে চাকরি হারানোর সম্ভাবনা সবার সামনেই রয়েছে।

এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে প্রস্তুত করুন এখন থেকেই। যাতে হঠাত্‍ সাধের চাকরিটি চলে গেলেও সেই ধাক্কা আপনি সামলে উঠতে পারেন মানসিকভাবে। চাকরি হারানোর ধাক্কা কী ভাবে সামলাবেন, তার কয়েকটা পরামর্শঃ-

  • চাকুরিজীবী হলে আপনাকে অবশ্যই নিজের এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। যাতে এরকম বিপদের সময়ে কিছুদিন আপনার চলে যায়। অন্তত তিন মাসের বেতনের টাকা সেই ফান্ডে রাখুন। যাতে নতুন চাকরি খুঁজে নিতে কিছুদিন সময় আপনি পান।
  • কোম্পানির করে দেওয়া স্বাস্থ্যবীমার বাইরেও নিজের ব্যক্তিগত স্বাস্থ্যবীমা অবশ্যই রাখুন। কর্পোরেট ইনসিয়োরেন্সের সুবিধে চাকরি গেলেই আর থাকবে না। চাকরিহীন অবস্থায় আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হলে চিকিত্‍সার খরচ বের করা মুশকিল হবে।
  • আপনার রেজিউমে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত করে রাখুন। হার্ড ও সফট কপি দুটোই প্রস্তুত রাখুন। এছাড়া কোথায় এবং কার কাছে চাকরির জন্য আবেদন করতে পারেন, সেই সব তলিকাও আপডেট করে রাখুন।
  • আপনার নিয়োগ ও অফিসের অন্যান্য কাগজপত্রও সব আপডেট রাখুন। কাউকে নিয়োগ করার আগে যে কোনও কোম্পানি আগের চাকরির কাগজপত্র দেখতে চাইতে পারে। সব যেন আপনার কাছে প্রস্তুত থাকে।
  • কোনও কোম্পানি অদূর ভবিষ্যতে নিয়োগ করবে কিনা, সেই বিষয়ে খোঁজ খবর রাখুন। প্রয়োজনে অন্যত্র যেতে হলে দ্বিধা করবেন না। এখন কঠিন সময়। দরকারে বাড়ি ছেড়ে অন্য শহরে যেতে হতেই পারে।
  • চাকরি গেলে কোম্পানি থেকে আপনার প্রাপ্য টাকাপয়সা সব বুঝে নেবেন। অনেক কোম্পানিই এই সময় সব টাকা নাও মেটাতে চাইতে পারে।
  • বাড়িতে যে সময়টা ফাঁকা বসে আছেন, সময় নষ্ট না করে কোনও অনলাইনে কোর্স করে নিন। যাতে চাকরির বাজারে আপনার দর একটু বাড়ে।
  • এছাড়া, বিপদ আসবে বিপদ যাবে। কিন্তু, কোনও পরিস্থিতিতেই মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। মাথা ঠাণ্ডা রেখে সব পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #employees, #jobloss

আরো দেখুন