বিনোদন বিভাগে ফিরে যান

গরিবদের খাবার দিতে উদ্যোগী রানাঘাটের রানু

April 28, 2020 | 2 min read

স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যাওয়া রানাঘাটের রানু মণ্ডল দীর্ঘদিন পর ফের গাইলেন। তবে এবারের বিষয়, লকডাউন মানতে ঘরে থাকার আবেদন। লতার যে গান গেয়ে গত বছর নেটিজেনদের মাত করে দিয়েছিলেন সেই ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’-র সুরেই এবার তাঁর আবেদন, ‘ভারত মে করোনা আয়া হ্যায়/ আপ সব বাহার মত যায়া করো।’ 

রানাঘাট স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে যেখানে তিনি একসময় গান শুনিয়ে যাত্রীদের কাছে খাবার চাইতেন, সেই ট্রেনপথের ভিক্ষাজীবীদের হাতে যাতে খাবার তুলে দেওয়া যায়, সে ইচ্ছা প্রকাশও করেন রানু। তাঁকে প্রচারের আলোয় এনেছেন যাঁরা, সেই অতীন্দ্র, তপনদের কাছে এজন্য সাহায্যও চেয়েছেন তিনি।

গরিবদের খাবার দিতে উদ্যোগী রানাঘাটের রানু

গত বছর জুলাই মাস পর্যন্তও রানাঘাট রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে আপন মর্জিতে গান গেয়ে ট্রেন পথের যাত্রীদের কাছে খাবার ভিক্ষে করেছেন রানু। সেই উপলব্ধি থেকেই পথের ভিক্ষাজীবীদের সাহায্য করতে চেয়ে এদিন তিনি বলেন, ‘ওরা খাবার ঠিকঠাক পাচ্ছে কিনা দেখা দরকার। এজন্য আমি অতীন্দ্র, তপনদার কাছে সাহায্যও চেয়েছি।’ 

কয়েকমাস আগে নিজের ভালো লাগা শিল্পী প্রতিভাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে রানুর গাওয়া একটি গান মোবাইলে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অতীন্দ্র চক্রবর্তী নামে স্থানীয় এক বাসিন্দা। নেট দুনিয়া কুর্নিশ করেছিল রানুর গানের গলাকে। আর তারই জেরে মুম্বইয়ের হিমেশ রেশমিয়ার নজরেও পড়েছিলেন রানু। সুদিন ফেরায় কোনও অনুষ্ঠানে ডাক পেলে ওই পরিচিত যুবকদের মাধ্যমে গান করতে যান।

নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রবিবার রানু বলেন, ‘করোনার কথা মাথায় রেখে আমাদের সবার ঘরে থাকা উচিত এই সময়। তবে সব কিছু বন্ধ থাকায় অনেকের খাবার পেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা স্টেশনে ভিক্ষা করেন। এখন তো ট্রেন চলছে না, ফলে যাত্রীরাও নেই। সেজন্য আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #ranaghat, #Ranu Mondal

আরো দেখুন