জীবনশৈলী বিভাগে ফিরে যান

কাঁচের কারসাজিতে বাজিমাত

May 11, 2020 | 2 min read

আধুনিক ইন্টিরিয়রের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল গ্লাস বা কাঁচ৷ যদিও ঘর সাজানোর ক্ষেত্রে কাঁচের ব্যবহার আমাদের দেশে মুঘল আমল থেকেই চলে আসছে৷ তবে সেইসময় মূলত কাঁচের বিশাল আয়নার ব্যবহার চোখে পড়তো৷ 

এছাড়াও তখন কিংবা তার পরবর্তী সময় কাঁচ দিয়ে তৈরী বিশালাকারের ঝাড়বাতি দেখা যেত৷ তবে বর্তমানে কাঁচের ব্যবহার এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নেই৷ আধুনিক ইন্টিরিয়রের ক্ষেত্রে কাঁচকে কত রকমভাবে ব্যবহার করা হয়, আজ আমাদের আলোচনা তাই নিয়ে৷ 

কাঁচের কারসাজিতে বাজিমাত

প্রধানত গ্লাস বা কাঁচ তিন প্রকারের হয়ঃ

ট্রান্সপ্রারেন্ট গ্লাস

নাম শুনেই বোঝা যাচ্ছে এই কাঁচ হবে একদম স্বচ্ছ৷ এই গ্লাস দিয়ে নানা ধরণের শেলফ বা র‍্যাক তৈরী করা হয়৷ বিশেষ করে রান্নাঘর বা বাথরুম কিংবা লিভিং রুমে৷ এই কাঁচ দিয়ে শেলফ বানালে দেখতে বেশ লাগে৷ বিশেষ করে মডিউলার কিচেনে৷ মূলত ৬ মিমি, ৮ মিমি এবং ১২ মিমি পুরু হয় এই কাঁচ৷

ট্রান্সলুসেন্ট গ্লাস

এই কাঁচ হয় অর্ধস্বচ্ছ৷ তবে তা আপনি আপনার লিভিং রমের ক্যাবিনেটে লাগাতে পারেন৷ এছাড়া ডাইনিং কিংবা রান্নাঘরের ওয়াল ক্যাবিনেটে ব্যবহার করার জন্য ট্রান্সলুসেন্ট গ্লাস একদম পারফেক্ট৷ সাধারণত এই কাঁচ ঘরের সৌন্দর্যবৃদ্ধি করে৷ তবে আপনি তা কীসের সঙ্গে লাগাচ্ছেন, তার ওপর এই কাঁচের ঘনত্ব নির্ভর করবে৷

ওপেক গ্লাস

একদম অস্বচ্ছ কাঁচকে ওপেক গ্লাস বলা হয়৷ এই কাঁচের বিশেষত্ব হলো কাঁচের এপার থেকে ওপার কিছুই দেখা যাবে না৷ প্রধানত দরজায় এই কাঁচ ব্যবহার করা হয়৷ তবে এই গ্লাস কেনার আগে খেয়াল রাখবেন, তা যেন অবশ্যই উন্নতমানের হয়৷ 

এছাড়াও, ফ্ল্যাট বা বাড়িতে সৌন্দর্যবৃদ্ধির জন্য আরও কিছু গ্লাস ব্যবহার করা হয়ছেঃ

টাফেন গ্লাস

এই গ্লাস খুব শক্ত হয়৷ আপনার ফ্ল্যাটের বাথরুমে শাওয়ার এনক্লোজারে বা দরজায় এই কাঁচ লাগাতে পারেন৷ লিভিং রুমে শুধু গ্লাস ডোর বা স্লাইডিং ডোর করতে চাইলে টাফেন গ্লাস দিয়ে করাই ভালো৷

ল্যামিনেটেড গ্লাস

দু’-তিনটে আস্তরণ দিয়ে তৈরী করা হয়; এই কাঁচের মাঝখানে থাকে প্লাস্টিক ফিল্ম৷ ফ্ল্যাটের ইন্টিরিয়রে ক্ষেত্রে ক্যাবিনেট বা বার কাউন্টারে ল্যামিনেটেড গ্লাস ব্যবহার করুন৷ এছাড়া লিভিং রুমে যে কোনও ফার্নিচার অর্থাত্ ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ডরোবের দরজায় এই কাঁচ ব্যবহার করতে পারেন৷

এচিং গ্লাস

এই গ্লাসের ওপর কার্ভিং ডিজাইন করা থাকে৷ সাধারণত ল্যাম্প শেড বা ওয়াল প্যানেলে তা দেখতে দারুণ লাগে৷ ক্ষণিকের জন্য কোনও ঘরে পার্টিশন করাতে চাইলে এই কাঁচের সঙ্গে প্লাই দিয়ে তা ব্যবহার করতে পারেন৷

প্যার্টান গ্লাস

ট্রান্সলুসেন্ট গ্লাসের ওপর ভিন্ন রকমের ফ্লোরাল বা জিওমেট্রিক প্যার্টান দেওয়া থাকে৷ ওই প্যাটার্ন গ্লাসের একধার কিংবা দু’ধারে থাকতে পারে৷ প্যার্টান গ্লাস দরজা বা ওয়াল ক্যাবিনেটে দেখতে বেশ লাগে৷ তবে তা একটু খরচসাপেক্ষ৷

টিন্টেড গ্লাস

সেমি কালার গ্লাস যা রোদের তীব্রতা কমাতে সাহায্য করে৷ মূলত ফ্ল্যাট বা বাড়ির জানলায় এই কাঁচ ব্যবহার করা হয়৷ তাহলে গ্রীষ্মে ঘর গরম হওয়ার সম্ভাবনা কম থাকে৷ পুরো দেওয়াল জুড়ে গ্লাস করতে চাইলে টিন্টেড গ্লাস ব্যবহার করাই বাঞ্ছনীয়৷

ইনসুলেটিং গ্লাস

এই কাঁচও গরমের তীব্রতা কমায় তবে এই গ্লাস দুটো আস্তরণ বিশিষ্ট হয়৷ এই গ্লাস মূলত জানলাতেই ব্যবহৃত হয়৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #art, #household things

আরো দেখুন