দেশ বিভাগে ফিরে যান

৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য: নির্মলা সীতারামন

May 13, 2020 | 2 min read

প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সময়ই বলেছিলেন,  কোন খাতে কত আর্থিক সাহায্য, ধাপে ধাপে তা ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই মতোই প্রথম দিন ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য বড়সড় প্যাকেজের ঘোষণা করলেন নির্মলা সীতারামন। মোট ছ’টি পদক্ষেপ করা হয়েছে। এই ক্ষেত্রকে অনেকটাই স্বস্তির বার্তা রয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। মোট ৩ লক্ষ কোটির প্যাকেজ দেওয়া হবে এই ক্ষেত্রে। তার মধ্যে ঋণের সুবিধা থেকে নানা ক্ষেত্রে এই সুবিধা পাবে এই সংস্থাগুলি। এ ছাড়া ইপিএফ-এবং টিডিএস-এ কম টাকা কেটে হাতে বেশি টাকা দেওয়ার সংস্থানও করেছেন অর্থমন্ত্রী। 

নির্মলা সীতারামনের বক্তব্য:  

৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 

২০ হাজার কোটি নগদ সাহায্য করা হবে দুর্বল ও ঋণগ্রস্ত সংস্থার জন্য

৫০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে যা অপেক্ষাকৃত সক্ষম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দেওয়া হবে

উৎপাদন শিল্পে মাইক্রো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আগে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে এক কোটি টাকা  পর্যন্ত

২০০ কোটি পর্যন্ত সরকারি টেন্ডারে ‘গ্লোবাল টেন্ডার’ করা হবে না

করোনাভাইরাসের জন্য এর পর প্রদর্শনী বা মেলায় গিয়ে বিক্রি করা অসম্ভব হয়ে পড়বে। সেই কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ই-কমার্সের ব্যবস্থা করতে হবে। ৪৫ দিনের মধ্যে এই সমস্ত সংস্থার সরকারের কাছে পাওনা সমস্ত বকেয়া মেটানো হবে 

ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা পাবেন এই ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। আগে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসের জন্য দেওয়া হয়েছিল, সেটা বাড়িয়ে জুন, জুলাই অগস্ট-এরও করে দেওয়া হচ্ছে। এই ছ’মাসের ইপিএফ-এর টাকা সরকার দিয়ে দেবে

আগামী তিন মাস চাকরিদাতাদের জন্য ইপিএফ-এর ১২ শতাংশ দিতে হবে না, দিতে হবে ১০ শতাংশ। কর্মীদের থেকেও ১০ শতাংশ কাটা হবে

এনবিএফসি-র জন্য ৩০ হাজার কোটির প্রকল্প ঘোষণা করলেন 

অনাদায়ী ঋণগ্রস্ত ক্ষুদ্র-মাঝারি শিল্পকেও ঋণ দেওয়া হবে। ২০ হাজার কোটি টাকা ঋণ প্রদান করা হবে। এর ফলে উপকৃত হবে ২ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্প

নির্মলা সীতারমণ জানালেন,৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য । মোট ১৫টি পদক্ষেপ করা হয়েছে, তার মধ্যে ৬টি পদক্ষেপ ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র ক্ষেত্রের জন্য।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ। ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ দেওয়া হবে। এই ঋণে ১ বছরের জন্য সুদ স্থগিত থাকবে। ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ইউনিট উপকৃত হবে

ইনকাম ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হল

সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বিরাট অর্থসঙ্কটে ভুগছে। এই সব সংস্থার জন্য ৯০ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে

রেল, রাস্তা বা অন্য কোনও ক্ষেত্রে যে সব ঠিকাদাররা সরকারি কাজ করছেন, তাঁদের কাজ শেষ করার জন্য ৩ থেকে ৬ মাস বাড়ানো হচ্ছে। পাবলিক-প্রাইভেট সংস্থার ঠিকাদারির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হবে। ব্যাঙ্ক গ্যারান্টির টাকাও কিছুটা ফেরত দেওয়া হবে

রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে সব প্রকল্প চলছে, সেগুলির মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হবে

আগামিকাল থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত টিডিএস ও টিডিএস কমানো হচ্ছে ২৫ শতাংশ।অর্থাৎ আগে যা টিডিএস কাটা হত, এখন তার ২৫ শতাংশ কমানো হবে। আগামিকাল থেকেই এটা কার্যকর করা হবে। এর ফলে ৫০ হাজার কোটি টাকা সাধারণ মানুষের হাতে যাবে

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Nirmala Sitharaman, #Press Conference, #FM

আরো দেখুন