দেশ বিভাগে ফিরে যান

অন্ধ্রে নিগৃহীত চিকিৎসক, ভাইরাল ভিডিও

May 18, 2020 | < 1 min read

রাস্তার উপর পড়ে রয়েছেন একজন চিকিৎসক। গায়ে জামা নেই, হাত পিছমোড়া করে বাঁধা। উর্দিধারী পুলিশ বেধড়ক পেটাচ্ছে তাঁকে। বিশাখাপত্তনমের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাস দু’য়েক আগে সুধাকর নামে অন্ধ্রপ্রদেশের এই অ্যানাসথেসিস্ট এন-৯৫ মাস্কের অভাবের কথা বলে সরকারের রোষে পড়েছিলেন। ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয় তাঁকে। তার পর এই মারের ঘটনা। 

পুলিশের অবশ্য দাবি, চিকিৎসক সুধাকর হাইওয়ের উপর ঝামেলা করছিলেন এবং পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানায় নিয়ে যাওয়ার জন্য ঠেলেঠুলে অটোতে তোলার আগে কেন চিকিৎসককে এ ভাবে মারধর করা হল, তার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি পুলিশের শীর্ষ কর্তারা।

অন্ধ্রে নিগৃহীত চিকিৎসক, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, করোনা মোকাবিলার শুরুর দিকে অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীই এন-৯৫ মাস্কের অভাবের কথা বলেছিলেন। সেই অভাব নিয়ে সোচ্চার হওয়ায় সাসপেন্ড করা হয় সরকারি হাসপাতালের এই চিকিৎসককে। অভিযোগ, ভুল তথ্য ছড়াচ্ছেন তিনি।

এক জন সম্মানীয় চিকিৎসককে প্রথমে এ ভাবে সাসপেন্ড করা এবং তার পর মারধরের কড়া নিন্দা করেছে তেলগু দেশম পার্টি, সিপিআই এবং অন্যান্য বিরোধী দলগুলি। প্রশ্ন তুলেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Doctor, #Viral video, #Andhra Pradesh

আরো দেখুন