আম্পান বিধ্বস্ত এলাকাগুলির পুনর্গঠনে ৫০০,০০০ ইউরো ইউরোপীয় ইউনিয়নের
আম্পান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পুনর্গঠনে প্রাথমিকভাবে ৫ লক্ষ ইউরো সাহায্য করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। ওড়িশাও এই অর্থের ভাগ পাবে। বাংলাদেশকেও ১০ লাখের বেশি ইউরো অর্থসাহায্য করার প্রস্তাব দিয়েছে তারা।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনার্কিক বলেছেন, সাইক্লোনে বিধ্বস্ত জনগণের এই মুহূর্তের প্রয়োজন মেটাতে সাহায্য করবেন তাঁরা। একই সঙ্গে স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা যাতে কোনওভাবেই করোনা আক্রান্ত না হন তা দেখা হবে। এ জন্য ভারতকে প্রাথমিকভাবে ৫ লাখ ইউরো ও বাংলাদেশকে ১০ লাখের বেশি ইউরো অর্থসাহায্য করা হচ্ছে।
আম্পানে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিও ব্যক্ত করেছেন তিনি, সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারবর্গকে।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘূর্ণিঝড় বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে ১০০০ কোটি টাকা প্রাথমিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। ওড়িশা পাবে ৫০০ কোটি টাকা।