আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ম্যাপে ভারতের ৩ এলাকা, বিল পেশ নেপাল সংসদে

June 1, 2020 | 2 min read

লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে ঠান্ডা লড়াইয়ের মধ্যে এবার নেপাল থেকেও উদ্বেগজনক বার্তা এল। জানা গিয়েছে, ভারতের তিনটি এলাকাকে নিজের অংশ বলে দাবি করে দেশের নতুন মানচিত্র প্রকাশ করতে উদ্যোগী হয়েছে নেপাল সরকার। সেই লক্ষ্যে নেপালের সংসদে আজ গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছে। এই বিলটি পেশ হয়েছে সর্বসম্মতভাবে। 

অর্থাৎ নেপাল সরকারের পাশে এই বিলের সমর্থনে দাঁড়িয়েছে, প্রধান বিরোধীদল নেপাল কংগ্রেসও। ফলে বিল পাশ করাতে সরকারের কোনও সমস্যা‌ই হবে না। লিম্পিয়াধুরা, কপালপাণি এবং লিপুলেখ, এই তিনটি এলাকাকে নেপাল নিজের বলে দাবি করেছে, যা আসলে ভারতের অঙ্গরাজ্য উত্তরাখণ্ডেরই অংশ। 

সম্প্রতি লিপুলেখ অঞ্চলে ভারত ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কর্মসূচি ঘোষণা করে। তারপরই নেপাল আপত্তি জানিয়ে বলে ওই অংশটি নেপালের। পাল্টা ভারতও প্রতিবাদ জানিয়ে বলেছে, ঐতিহাসিকভাবে ওই স্থানটি ভারতের অন্তর্গত। আকস্মিক নেপালের এই বেপরোয়া মনোভাবে ভারত বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে। পাশাপাশি, গোটা ঘটনায় চীনের ইন্ধন নিয়েও প্রশ্ন উঠেছে।

ম্যাপে ভারতের ৩ এলাকা, বিল পেশ নেপাল সংসদে চিত্র সৌজন্যেঃ- abnews24

নেপালের এই রণকৌশল রীতিমতো পরিকল্পিত বলেই মনে করছে ভারত। বস্তুত চীন নিজের আগ্রাসনের পাশাপাশি একদিকে নেপাল এবং অন্যদিকে পাকিস্তানকে দিয়ে ভারতের উপর প্রবল চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। চীনের উদ্দেশ্য হচ্ছে, আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়া, ভারতের সঙ্গে প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রেরই সম্পর্ক তিক্ত। 

গত বুধবারই নেপাল সংসদে সংসদে ওই বিল আনার কথা ছিল। কিন্তু বিল পেশ হওয়ার আগে প্রধান বিরোধী দল নেপাল কংগ্রেস জানিয়েছিল, তারা বিলের প্রতিপাদ্য আরও খুঁটিয়ে দেখতে চায়। তাই কয়েকদিন সময় দেওয়া হোক। গতকালই নেপাল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই বিলকে তারা সমর্থন করবে। সেই মত নেপালের সংসদে বিলটি পেশ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #controversial map, #Nepal

আরো দেখুন