বিজেপির স্থান হল না প্রথম ছয়ে! অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরই জয়জয়কার সমীক্ষা রিপোর্টে
কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন মোদী-শাহরা। দেশের প্রতিটি রাজ্যে কংগ্রেসি শাসন দুমড়ে-মুচড়ে দিয়ে বিজেপি শাসন কায়েম করাই ছিল তাঁদের লক্ষ্য। কিন্তু মোদীর ছ-বছরে বিজেপি কংগ্রেসমুক্ত ভারত গড়তে পারেনি। বিজেপি রাজ্যে রাজ্যে হেরেছে, যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পারফরম্যান্স নিকৃষ্ট।
বিজেপির কেউ নেই প্রথম ছয়ে সি ভোটার সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল গোটা দেশজুড়ে। এই মুহূর্তে কে সেরা মুখ্যমন্ত্রী। আর কে-ই বা নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী ভারতের রাজ্যগুলি্র মধ্যে। জনতার মধ্যে সমীক্ষা চালিয়ে সন্তুষ্টিকরণের ভিত্তিতে এই সমীক্ষা রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই সমীক্ষা রিপোর্ট দেখা যাচ্ছে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী নেই প্রথম ছয়ে।
প্রথম ৬-এ সবাই অবিজেপি মুখ্যমন্ত্রী প্রথম ছ-স্থানেই রয়েছে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেডির নবীন পট্টনায়ক থেকে শুরু করে আপের অরবিন্দ কেজরিওয়ালরা রয়েছেন এই ছটি স্থানে। রয়েছেন কংগ্রেসের ভূপেশ বাঘেল, কেরালার পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি ও উদ্ধব ঠাকরে।
সবার উপরে কে ও প্রথম ছয়ে কারা? আর সবার উপরে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজেডির নবীন পট্টনায়ক। তাঁর কাছে সন্তুষ্ট ওড়িশার ৭২.০৬ শতাংশ মানুষ। কিছুটা সন্তুষ্ট আরও ১৯.৪২ শতাংশ। আর একেবারেই সন্তুষ্ট নন মাত্র ৮.৫২ শতাংশ মানুষ। তাঁর পরেই রয়েছেন কংগ্রেশাসিত ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল এবং তৃতীয় স্থানে রয়েছে বামশাসিত কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চার নম্বরে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি, পাঁচে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে এবং ছ-নম্বরে অরবিন্দ কেজরিওয়াল।
মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেলেন ১৭ নম্বরে! সি ভোটারের সমীক্ষায় প্রথম ১০ জনে্র মধ্যেও স্থান হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নেমে গিয়েছেন ১৭ নম্বর স্থানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট মাত্র ৩৮.৫২ শতাংশ মানুষ। আর কিছুটা সন্তুষ্ট ৩৬.৭৯ শতাংশ মানুষ। একেবারেই সন্তুষ্ট নন ২৩.২৯ শতাংশ মানুষ।
ভোটের আগে বিহার-তামিলনাড়ুও তথৈবচ অবস্থা মমতার রাজ্যের আগেই ভোট বিহারে। বিহারে ২০২০ সালে বিধানসভা নির্বাচন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই লড়াইয়ে মমতার মতোই পিছিয়ে রয়েছেন। তাঁর স্থান ২০ নম্বরে। তামিলনাড়ুতেও ভোট ২০২১-এ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন বিহারের উপরে ১৯ নম্বর স্থানে।
সবথেকে্ ‘নিকৃষ্টতম’ স্থানে হরিয়ানার মুখ্যমন্ত্রী ২৩ রাজের তালিকায় সবথেকে নিচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর। বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন ৪৬.৮২ শতাংশ মানুষ। আর সন্তুষ্ট মাত্র ২৫.১৮ শতাংশ। কিছুটা সন্তুষ্ট ২৬.১১ শতাংশ। তার উপরে রয়েছেন আরও এক বিজেপিশাসিত রাজ্য উত্তরাখণ্ড।