বিনোদন বিভাগে ফিরে যান

প্রসেনজিতের ছবি মুক্তি পাচ্ছে টিভিতে

June 15, 2020 | < 1 min read

লকডাউনের জেরে হিন্দি ছবিতে নতুন ট্রেন্ড সরাসরি ওটিটিতে মুক্তি। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা থেকে অক্ষয় কুমারের ছবি সিনেমা হলে মুক্তি না পাওয়ায় হল মালিকরা বেজায় চটছেন। এই আবহে পাকেচক্রে টলিউডের সুপারস্টার প্রসেনজিতের নতুন ছবি সরাসরি মুক্তি পাচ্ছে এক বাংলা টিভি চ্যানেলে।

প্রসেনজিত

চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মেও ২৮ জুন দেখা যাবে পরিচালক চন্দ্রাশিস রায়ের ছবি ‘নিরন্তর’। বাংলায় অবশ্য এ জিনিস নতুন নয়। ২০০০ সালে ‘উৎসব’ ছবি আগে টেলিভিশনে দেখানো হয়, পরে হলে। কিন্তু প্রসেনজিতের এ ছবি সিনেমা হলে মুক্তি পাবে না। এমন সিদ্ধান্ত কেন? প্রসেনজিৎ প্রশ্ন শুনে বললেন, ‘সিনেমা হল আমার মন্দির। কিন্তু ‘নিরন্তর’-এর ক্ষেত্রে গত ডিসেম্বরেই চ্যানেলের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি, লকডাউনের কারণে এপ্রিল-মে মাসে ছবি সিনেমাহলে দেখাতে পারব না। তবে দর্শক ড্রয়িংরুমে বসে একটা ভালো কাজ দেখতে পাবেন, সেটা ভালো দিক’। ছবিতে একজন ইঞ্জিনিয়ারের চরিত্র করেছেন প্রসেনজিৎ। বললেন, ‘করোনার আবহাওয়ায়, প্রাসঙ্গিক এই ছবি। প্রকৃতি মানুষের মন পাল্টে দেয় সে বার্তা রয়েছে ছবিতে। পরিস্থিতি যত প্রতিকূল হোক, হাল ছাড়তে নেই, সেটাও বোনা রয়েছে চিত্রনাট্যে’। প্রসেনজিতের সংযোজন, ‘উত্তরবঙ্গের মেঘমা আর টংলু-তে বেশিরভাগ শুটিং করেছিলাম আমরা। সেখানে থাকার এক জায়গা ছাড়া আর কিছু ছিল না। আমাদের একটা বন্ড সই করে দিতে হয়েছিল, কেউ স্নান করব না। স্নান করলে মারা যেতে পারতাম।’ ভবিষ্যতে বাংলার আরও কিছু ছবি যদি সরাসরি দর্শকের ড্রয়িংরুমে পৌঁছে যায়, তা হলে টলিউডে বড় পরিবর্তন আসতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#prasenjeet Chatterjee, #telivision

আরো দেখুন