বিনোদন বিভাগে ফিরে যান

মিঠুন চক্রবর্তী – দেশের ‘ডিস্কো কিং’

June 16, 2020 | < 1 min read

মিঠুন চক্রবর্তী – বাংলার ‘সাবঅল্টার্ন হিরো’ দেশের ‘ডিস্কো কিং’ – আজ তাঁর জন্মদিন। গৌরাঙ্গ চক্রবর্তী নামে অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জোড়াবাগান থেকে স্বপ্নের শহর মুম্বইয়ের যাত্রাটা মসৃণ ছিল না। তবুও নিজেকে নিয়ে গিয়েছেন উচ্চতার শিখরে। 

‘মৃগয়া’ ছবির দিয়ে সেলুলয়েডে আত্মপ্রকাশ তাঁর। সেই ছবির জন্যই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠুন। এরপরেই মিঠুন জনপ্রিয় হন ‘ডিস্কো ডান্সার’ ছবির জন্য। বলিউডের এই ডান্সার ছাপিয়ে যান দেশের বাইরেও। 

রাজ কাপুরের পর মিঠুনই সেই অভিনেতা যিনি বিদেশে এতখানি জনপ্রিয়তা পান। সিনেমার কারণে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র উৎসব। এছাড়াও ফিল্মফেরাও অ্যাওয়ার্ডও পেয়েছেন দু’বার। ‘তাহাদের কথা’, ‘অগ্নিপথ’, ‘জল্লাদ’, ‘স্বামী বিবেকান্দ’-এর মতো ছবি রয়েছে এই পুরস্কারের তালিকায়।

সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। বাংলা, হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শারীরিক অসুস্থার কারণে সিনেমা জগৎ থেকে প্রায় নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিগত কয়েক বছর সিনেমায় খুব একটা দেখা যায়নি তাঁকে। প্রাক্তন রাজ্যসভার সাংসদকে দেখা গিয়েছে টেলিভিশনেও। ‘মহাগুরু’ বা এমজি হিসেবে তিনি এখন ঘরে ঘরে।

https://www.youtube.com/watch?v=o8X1o0y6JHw

TwitterFacebookWhatsAppEmailShare

#birthday, #Mithun chakraborty

আরো দেখুন