দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় ১৯ টার মধ্যে ১০ টা আসন জিতে স্বস্তিতে গেরুয়া শিবির

June 20, 2020 | 2 min read

সদ্য অনুষ্ঠিত রাজ্যসভা ভোটে বড় জয় পেল গৈরির শিবির। সেইসঙ্গে সংসদের উচ্চকক্ষ দখলের পথে আরও এক কদম এগিয়ে গেল তারা। শুক্রবার মোট আটটি রাজ্যের ১৯টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে। রাতে ফলাফল প্রকাশের পরে দেখা যায় এনডিএ-র ঝুলিতে গিয়েছে ১০টি আসন। এর মধ্যে বিজেপি একাই জিতেছে আটটি আসনে। এ ছাড়া কংগ্রেস চারটি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি চারটি এবং জেএমএম একটি আসনে জয়লাভ করেছে। উল্লেখ্য, এর আগে বিপক্ষের প্রার্থী না থাকায় পাঁচটি আসনের মধ্যে তিনটিতে কেন্দ্রের শাসক জোট জয়লাভ করেছে। এই জয় সত্বেও রাজ্যসভায় সংগরিষ্ঠতা অধরা রইল বিজেপির।

নির্বাচন কমিশন প্রকাশিত নির্ঘণ্ট অনুসারে এদিন অন্ধ্রপ্রদেশ এবং গুজরাতের চারটি করে আসনে, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ৩ করে আসনে, ঝাড়খণ্ডের দু’টি এবং মণিপুর, মিজোরাম এবং মেঘালয়ের একটি করে আসনে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণের পরে শুরু হয় গণনা। গুজরাতে কংগ্রেসের আপত্তিতে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকলেও কোনও বিপত্তি ঘটেনি।

রাজ্যসভায় ১৯ টার মধ্যে ১০ টা আসন জিতে স্বস্তিতে গেরুয়া শিবির

দিনের শেষে দেখা যায় মধ্যপ্রদেশে বিজেপি ২টি এবং কংগ্রেস একটি আসনে জিতেছে। আর রাজস্থানে ভোটের ফলাফল হয়েছে এর ঠিক উল্টো। সেখানে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২টি আসন। আর একটি আসনে জিতেছি বিজেপি। ঝাড়খণ্ডে একটি করে আসন জেএমএম এবং বিজেপির ঝুলিতে গিয়েছে। গুজরাতে মোট চারটি আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস জয়লাভ করে। অন্ধ্রপ্রদেশের ৪টি আসনের সবক’টিতে জয়ী হয়েছেন সেখানকার শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীরা। আর উত্তরপূর্বের তিন রাজ্য মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের রাজ্যসভার ভোটের ফলাফল দেখে দিনের শেষে চওড়া হাসি গেরুয়া শিবিরে। অনেক সংশয় থাকলেও মণিপুরের একমাত্র আসনে জিতে মুখরক্ষা করেছে বিজেপি। মেঘালয় এবং মিজোরামের একমাত্র আসনগুলিতে যথাক্রমে জয়ী হয়েছে এনডিএ-র শরিক দল এনপিপি এবং এমএনএফ।

বিধানসভার সদস্যদের ভোটে যেহেতু প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে তাই রাজ্যসভা নির্বাচনের ফলাফল অনেকটাই পূর্ব নির্ধারিত। কিন্তু এই ভোটের প্রাক্কালে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং মণিপুরে যে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল তা এই আপাত নিস্তরঙ্গ ভোটেও নতুন মাত্রা দিয়েছিল। তা ছাড়া মোদী সরকারের জন্য এই ভোটের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। কারণ সংসদের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ এখনও বিরোধীদের হাতেই। তবে এই দিনের ফলাফলের উপরে ভর করে রাজ্যসভার দখলের পথে বিজেপি তথা গৈরিক শিবির অনেকটাই এগিয়ে যাবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Amit shah, #bjp, #NDA, #Narendra Modi

আরো দেখুন