কলকাতা বিভাগে ফিরে যান

বাতিল রথযাত্রা, দুর্গাপুজো নিয়ে চিন্তায় উদ্যোক্তারা

June 20, 2020 | < 1 min read

করোনার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হল পুরীর রথযাত্রা। এবার উৎকণ্ঠার মেঘ জমছে এ রাজ্যের দুর্গাপুজো উদ্যোক্তাদের মনে। ক্লাবকর্তাদের অনেকের আশঙ্কা, ভিড়ের প্রশ্নে পুরীর রথের দশা হবে না তো? কারণ অনেক রিপোর্ট বলছে, অক্টোবর-নভেম্বর নাগাদ করোনা সংক্রমণ শিখরে উঠতে পারে। আর ভক্তদের ভিড়ে লাগাম টানা কঠিন বুঝেই সুপ্রিম কোর্ট এ বছর পুরীর রথযাত্রার অনুমতি দেয়নি।

চেতলা অগ্রণী পুজো কমিটির অন্যতম কর্তা সন্দীপ মুখোপাধ্যায় বলেন, ‘একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, এ বছর বৈভব থাকবে না আমাদের পুজোয়। সবার আগে মানুষের জীবন। তার সঙ্গে কোনও ভাবেই আপস করা যাবে না। কারণ, বড় করে পুজো হলেই মানুষের ভিড় হবে’।

দুর্গাপুজো নিয়ে চিন্তায় উদ্যোক্তারা

কুমোরটুলি সর্বজনীনের অন্যতম উদ্যোক্তা দেবাশিস ভট্টাচার্যের কথায়, ‘আমরা বুঝতে পারছি না, ঠিক কী করব। কারণ, এখনও কোনও সরকারি নির্দেশ আসেনি। আশা করছি সরকার থেকে আমাদের কিছু জানানো হবে। সেই মতো ব্যবস্থা নেব। তবে পুরীর রথযাত্রা বাতিল হওয়ার পর বিশেষ আশার আলো দেখছি না।’

ত্রিধারা সম্মিলনীর মিডিয়া কো-অর্ডিনেটর গার্গী মুখোপাধ্যায়ের কথায়, ‘পুরীর রথযাত্রা বাতিল হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বছর নমো নমো করেই পুজো করব। এক বছর আমাদের একটু কষ্ট করতে হবে। দূরত্ববিধি রক্ষা করাটা খুব জরুরি। আমাদেরও খুব কষ্ট হচ্ছে।’ তবে একই সঙ্গে তিনি আর্থিক অসঙ্গতির কথাও বলেছেন। গার্গীর কথায়, ‘সব মিলিয়ে বড় করে পুজো করার মতো পরিস্থিতিই নেই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #durga puja, #covid-19

আরো দেখুন